সোমবার, ১৯ জুন, ২০১৭ ০০:০০ টা

খালেদা বনাম ওমর না মমতাজ

আবদুর রহমান টুলু, বগুড়া

খালেদা বনাম ওমর না মমতাজ

আগামী নির্বাচনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ায় হানা দেওয়ার পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ। জেলার সাতটি আসনে (সংসদীয় আসন ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২) ধানের শীষের বিপরীতে এরইমধ্যে মাঠে নেমে পড়েছেন নৌকার সম্ভাব্য প্রার্থীরা। বগুড়ায় নৌকার জোয়ার তুলতে কাজ করে যাচ্ছেন তারা। এ এলাকায় মূলত : ধানের শীষের সঙ্গেই মূল লড়াই হবে নৌকা প্রতীকের প্রার্থীদের। তবে বসে নেই জাতীয় পার্টি ও জাসদের সম্ভাব্য প্রার্থীরা। চলমান ইফতার পার্টি আর ঈদকে সামনে রেখে জেলা ও উপজেলা পর্যায়ে শুভেচ্ছা কার্ড, লিফলেট, পোস্টার বিতরণের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীরা প্রচারণায় নেমে পড়েছেন। বগুড়া-৬ সদর আসনে বিএনপি প্রার্থী হিসেবে নেতা-কর্মীদের মধ্যে আলোচনায় রয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার বিপরীতে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী জেলা সভাপতি মমতাজ উদ্দিন আহমদ। কোনো কারণে খালেদা জিয়া এ আসনে নির্বাচন না করলে সেক্ষেত্রে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম প্রার্থী হতে পারেন। বর্তমান এমপি জাতীয় পার্টির নূরুল ইসলাম ওমরও দলের সম্ভাব্য প্রার্থী। আওয়ামী লীগের সঙ্গে জোট হলেও নূরুল ইসলাম ওমর এ আসনে জোটের প্রার্থী হবেন বলে নেতা-কর্মীরা জানিয়েছেন। তবে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে আরও আছেন জেলা যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান রিপু ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি।

আইনগত কোনো সমস্যা না থাকলে বগুড়া-৭ আসনে প্রার্থী হতে পারেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তার বিরুদ্ধে লড়বেন জাতীয় পার্টির প্রার্থী বর্তমান এমপি আলতাফ আলী। কোনো কারণে তারেক রহমান প্রার্থী হতে না পারলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই এ আসনে নির্বাচন করবেন বলে নেতা-কর্মীরা জানিয়েছেন। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএমএ বগুড়া শাখার সভাপতি ডা. মোস্তফা আলম নান্নুর পাশাপাশি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক টি জামান নিকেতা, সাংগঠনিক সম্পাদক এ কে এম আসাদুর রহমান দুলু, বগুড়া শহর আওয়ামী লীগের আহ্বায়ক রফি নেওয়াজ খান রবিন নাম শোনা যাচ্ছে। সর্বশেষ ২০১৪ সালের নির্বাচন বিএনপির বর্জনের মধ্য দিয়ে বগুড়ার সাতটি আসনের দুটিতে আওয়ামী লীগ, একটিতে জাসদ ও বাকি ৪ আসনে জাপার প্রার্থীরা এমপি নির্বাচিত হন। এর আগে ২০০৮ সালের নির্বাচনে ৫টিতে বিএনপি ও দুটি আসনে আওয়ামী লীগ জয়ী হয়েছিল। বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী বর্তমান এমপি দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান। তিনি এ আসনে টানা দুবার এমপি নির্বাচিত হয়ে গত কয়েক বছরে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এরই মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠন গোছানোর কাজও অনেকদূর এগিয়েছে। বিএনপির সম্ভাব্য প্রার্থী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. শোকরানা। শোকরানা দলের দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে নেতা-কর্মীদের মধ্যে আলোচনা আছে। এ ছাড়া এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সোনাতলা উপজেলা চেয়ারম্যান আহসানুল তৈয়ব জাকির। জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সারিয়াকান্দি উপজেলা সভাপতি অধ্যক্ষ মোকছেদুল আলম দলের মনোনয়নপ্রত্যাশী। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বর্তমান এমপি জাতীয় পার্টির জেলা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ্ দলীয় প্রার্থী হবেন এটা অনেকটাই নিশ্চিত। আওয়ামী লীগের সঙ্গে জোট হলেও তিনি মনোনয়ন পাবেন বলে নেতা-কর্মীরা বলাবলি করছেন। এ আসনে আওয়ামী লীগের দুজন সম্ভাব্য প্রার্থী রয়েছেন। তারা হলেন ব্যবসায়ী আকরাম হোসেন ও শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। বিএনপিরও সম্ভাব্য প্রার্থী দুজন। একজন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মীর শাহে আলম। অন্যজন সাবেক এমপি এ কে এম হাফিজুর রহমান। তবে মীর শাহে আলমের ব্যাপারে কেন্দ্র ইতিবাচক বলে জানা গেছে। এদিকে নাগরিক ঐক্যের আহ্বায়ক সাবেক ডাকসু ভিপি মাহমুদুর রহমান মান্না এ আসনে প্রার্থী হতে পারেন। ঐক্য হলে বিএনপি এ আসনটি মাহমুদুর রহমান মান্নার জন্য ছেড়ে দিতে পারে। বগুড়া-৩ (আদমদীঘি ও দুপচাঁচিয়া) আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী দুজন। তারা হলেন, আদমদীঘি উপজেলা সভাপতি আনছার আলী মৃধা ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রাজু। বিএনপির সম্ভাব্য প্রার্থী সাবেক এমপি ও রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল মোমিন তালুকদার খোকা। তবে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত চলছে। তিনি বর্তমানে পলাতক। বিকল্প হিসেবে তার ছোট ভাই ও আদমদীঘি উপজেলা চেয়ারম্যান আবদুল মুহিত তালুকদার ও বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরুর নাম শোনা যাচ্ছে। এ আসনে জাপা থেকে বর্তমান এমপি নূরুল ইসলাম তালুকদারের পাশাপাশি জেলা জাপা নেতা তৌহিদুর রহমান তৌহিদ দলীয় মনোনয়নপ্রত্যাশী। বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম উপজেলা) এ আসনের বর্তমান এমপি বগুড়া জাসদের সভাপতি (ইনু) রেজাউল করিম তানসেন। তিনি আসন্ন সংসদ নির্বাচনেও সম্ভাব্য প্রার্থী। এ আসন থেকে আওয়ামী লীগের বগুড়া জেলা সভাপতি মমতাজ উদ্দিন দলীয় মনোনয়নপ্রত্যাশী। এ ছাড়া কাহালু পৌর মেয়র ও দলের উপজেলা সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ মনোনয়ন চান। বিএনপির সম্ভাব্য প্রার্থী জেলা নেতা মোশাররফ হোসেন। এ ছাড়া এ আসনে সাবেক এমপি মোস্তফা আলী মুকুল মনোনয়ন প্রত্যাশা করছেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ফারুক আহম্মেদ ও ছাত্রনেতা আবদুস সালাম বাবু এ আসনে মনোনয়নপ্রত্যাশী। বগুড়া-৫ (ধুনট ও শেরপুর উপজেলা) আসনের বর্তমান এমপি আওয়ামী লীগের হাবিবুর রহমান। তিনি ছাড়াও দলের সম্ভাব্য প্রার্থী জেলা কমিটির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু। বিএনপির সম্ভাব্য প্রার্থী শেরপুর উপজেলা সভাপতি জানে আলম খোকা। এ ছাড়া জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক এস এম শফিউজ্জামান খোকন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আনোয়ারুল ইসলাম শাহীন, বিএনপির কেন্দ্রীয় সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

 

♦ আগামীকাল : চাঁপাইনবাবগঞ্জের সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর