সোমবার, ১৯ জুন, ২০১৭ ০০:০০ টা

বাহুবলি, সুলতান সুলেমানের দাপট

সিলেটের ঈদবাজার

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

বাহুবলি, সুলতান সুলেমানের দাপট

সিলেটের ঈদবাজারে এখন তুমুল ব্যস্ততা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা। এবারের ঈদে সিলেটের তরুণীদের কাছে ক্রেজ হয়ে দাঁড়িয়েছে টিভি সিরিয়াল ‘সুলতান সুলেমান’ ও সিনেমা ‘বাহুবলি’র বিভিন্ন চরিত্রে অভিনয়ে ব্যবহূত পোশাক। ক্রেতাদের আকৃষ্ট করতে বিপণিবিতানগুলোতে করা হয়েছে আলোকসজ্জা। এদিকে, ঈদবাজারকে ঘিরে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলেছে সিলেট মহানগর পুলিশ।

সিলেটে ঈদবাজারের মূল কেন্দ্র হচ্ছে জিন্দাবাজার। এছাড়া পূর্ব জিন্দাবাজার, বারুতখানা, নয়াসড়ক, কুমারপাড়া, আম্বরখানা প্রভৃতি এলাকায় জমজমাট থাকে ঈদের বাজার। সিলেট মহানগরীর এসব এলাকায়ই রয়েছে অভিজাত সব বিপণিবিতান। ব্লু ওয়াটার, আল হামরা, কাকলি, কানিজ প্লাজা, মিলেনিয়াম, ওয়েস্ট ওয়ার্ল্ড, শুকরিয়া, সিলেট প্লাজা প্রভৃতি বড় বড় বিপণিবিতান এসব এলাকায় অবস্থিত। ফলে সিলেটে ঈদবাজারের সবচেয়ে বেশি ভিড় থাকে এসব এলাকায়। ক্রেতাদের আকৃষ্ট করতে এই বিপণিবিতানগুলো আলোকসজ্জা করা হয়েছে। নগরী ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি শপিংমলই বাহারি রংয়ের আলোকবাতিতে সাজানো। শপিংমলগুলোতে ঝলমল করে জ্বলছে অসংখ্য ছোট ছোট আলোকবাতি। নগরীর নয়াসড়ক ও কুমারপাড়া এলাকায় বিভিন্ন ফ্যাশন হাউসের ছড়াছড়ি। আড়ং, লা রিভ, মাহা, শি, কমলাভাণ্ডার, মনোরম, চন্দ্রবিন্দু, দেশি দশ, ইজি, আর্টিস্টি, ওয়েস্টেকস্, সখী, রমণী, শৈল্পিকসহ বেশ কয়েকটি ফ্যাশন হাউসের অবস্থান ওই এলাকায়। এসব ফ্যাশন হাউসগুলোতে নিজস্ব উদ্যোগে আলোকসজ্জা করা হয়েছে। লাল-নীল-সবুজ-হলুদ বাহারি রঙের আলোকবাতিতে ফ্যাশন হাউসগুলো ঝলমল করছে। কুমারপাড়া থেকে নাইওরপুল সড়কের উপরেও আলোকসজ্জা করা হয়েছে। ফানুসসদৃশ আলোকবাতিতে ওই এলাকার সড়কে মোহনীয় এক সৌন্দর্যের সৃষ্টি করেছে। বিভিন্ন শপিংমল ও ফ্যাশন হাউস ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এবারের ঈদবাজারে ভারতীয় সিনেমা বাহুবলি-২ এর চরিত্র দেবসেনা’র নামের পোশাক এবং তুর্কি টিভি সিরিয়াল সুলতান সুলেমানের চরিত্র মেহরিমা সুলতানা, হেতিজা সুলতানা ও হুররাম সুলতানার নামের পোশাক বেশি কিনছেন তরুণীরা। এসব পোশাক দেদার বিক্রি হচ্ছে। কেনাকাটা করতে আসা ফাহমিদা আক্তার ও ফারজানা বেগম নামের দুই তরুণী জানান, তারা দুজনই মেহরিমা সুলতানা নামের পোশাক কিনেছেন। ঈদের দিন তারা এ পোশাক পরবেন। এদিকে, ঈদবাজার কেন্দ্র করে সিলেট নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। দেড় সহস্রাধিক পুলিশ সদস্য নগরীতে নিরাপত্তায় কাজ করছেন। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, ঈদবাজারে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে পুলিশ। বিপণিবিতানগুলোতে রয়েছে পুলিশের সতর্ক নজরদারি। পোশাকধারী ছাড়াও সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ খবর