সোমবার, ১৯ জুন, ২০১৭ ০০:০০ টা

বেস ক্যাম্পে আটকা মুসা, উদ্ধার অভিযান ব্যর্থ

নিজস্ব প্রতিবেদক

বেস ক্যাম্পে আটকা মুসা, উদ্ধার অভিযান ব্যর্থ

ইন্দোনেশিয়ার কার্সটেনজ পিরামিডে অভিযান শেষে ফেরার পথে বেস ক্যাম্পে আটকা পড়া বাংলাদেশের মুসা ইব্রাহীমসহ তিন অভিযাত্রীকে এখনো উদ্ধার করা যায়নি। গতকাল রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা বেস ক্যাম্পে আটকা ছিলেন।

এভারেস্টজয়ী মুসার সঙ্গে এই অভিযানে আছেন ভারতের এভারেস্টজয়ী পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত ও নন্দিতা চন্দ্রশেখর। বিরূপ আবহাওয়ার কারণে গত চার দিন ধরে তারা আটকে আছেন সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ২৫৭ মিটার উচ্চতায় মাউন্ট কার্সটেনজের বেইজ ক্যাম্পে। গতকাল সকালে তাদের উদ্ধারের জন্য হেলিকপ্টার রওনা হলেও আবহাওয়া খারাপের দিকে গেলে হেলিকপ্টার ফিরে আসে। গতকাল দুপুরে সত্যরূপের স্যাটেলাইট কমিউনিকেটরে যোগাযোগ করা হলে সাড়া দেন মুসা। তিনি জানান, যে ক্যাম্পে তারা আছেন সে জায়গার নাম লেক ফ্যালি। খাবার শেষ হয়ে যাওয়ায় আগের ক্যাম্পারদের ফেলে যাওয়া খাবার খুঁজে নিয়ে তাই খেয়ে বেঁচে থাকতে হচ্ছে। এ ব্যাপারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গতকাল ভোরে ফেইসবুকে জানান, স্যাটেলাইট কমিউনিকেটরের মাধ্যমে সত্যরূপের সঙ্গে তার যোগাযোগ হয়েছে। তিনি জানান, ‘আমাদের দূতাবাস একটু আগে জানিয়েছে, তিমিকাতে হেলিকপ্টার প্রস্তুত আছে। আবহাওয়া ভালো হলেই তাদের আনতে যাবে। আসিয়ান দফতর, আমাদের দূতাবাস এবং ভারতীয় দূতাবাস তদারকি করছে।’ মুসাকে উদ্ধারের সর্বশেষ অবস্থা জানতে চাইলে এভারেস্ট একাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা রাফা উদ্দীন সিরাজী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মুসাসহ দুজন আরোহী এখনো বেজ ক্যাম্পে আটকা আছেন। আবহাওয়া খারাপের কারণে হেলিকপ্টার যেতে পারেনি। ভোর ৩-৪টার দিকে পরবর্তী আপডেট পাওয়া যাবে। আবহাওয়া একটু ভালো হলেই তাদের উদ্ধার করে নিকটস্থ বিমানবন্দরে আনার ব্যবস্থা করা হচ্ছে।

সর্বশেষ খবর