সোমবার, ১৯ জুন, ২০১৭ ০০:০০ টা

ভেজালের দায়ে বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

মেয়াদোত্তীর্ণ উপাদানে অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআই’র মান যাচাই-অনুমোদন ছাড়াই পণ্য তৈরি করায় রাজধানীর আশা বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল র‌্যাব-১ এবং বিএসটিআই’র সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর  দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। তিনি বলেন, রাজধানীর দক্ষিণখানের আশা বেকারীতে মেয়াদোত্তীর্ণ রাসায়নিক উপাদান ও বেকিং পাউডার দিয়ে তৈরি হচ্ছে কেক। প্রচুর ছত্রাক পড়ে নষ্ট হয় গেছে বিস্কুট ও কেক। অত্যন্ত নোংরা পরিবেশে পোড়া তেল ব্যবহার করে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই। বিএসটিআই’র মান যাচাই ও অনুমতি ছাড়াই তৈরি করছে বেশ কয়েকটি পণ্য। এসব অপরাধে আশা বেকারির মালিক আওলাদ হোসেনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ খবর