সোমবার, ১৯ জুন, ২০১৭ ০০:০০ টা

ফুটপাথে জমজমাট বেচা-কেনা

ঈদবাজার

নিজস্ব প্রতিবেদক

ফুটপাথে জমজমাট বেচা-কেনা

ঈদের আগমনীতে রাজধানীর ফুটপাথে নেমেছে ক্রেতার ঢল। শপিংমলে কেনাবেচা চললেও ঈদের আঁচ লেগেছে ফুটপাথেও। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে ক্রেতারা ব্যস্ত পছন্দমতো পোশাক এবং প্রয়োজনীয় সামগ্রী কিনতে। সবার শপিংমলে কেনার সামর্থ্য না থাকায় ক্রেতার কমতি নেই ফুটপাথে। গতকাল রাজধানীর গুলিস্তান, ফার্মগেট এবং নিউমার্কেটের ফুটপাথ ঘুরে দেখা গেছে এ চিত্র। ফার্মগেটের ফুটপাথে পূর্ব রাজাবাজার এলাকার বাসিন্দা আরিফা বেগম এসেছিলেন আট বছরের ছেলের জন্য পোশাক কিনতে। ভ্যানে রাখা বিভিন্ন ডিজাইনের গেঞ্জি নিয়ে মাপ দিচ্ছিলেন ছেলেকে পিছন করে দাঁড় কারিয়ে। অনেক দোকান ঘুরে কিনলেন একটি লাল-কালো স্টাইপের গেঞ্জি। ঈদের কেনাকাটার ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ছেলের বাবা বোনাস পাওয়ায় আজ থেকে কেনাকাটা শুরু করেছি। নিজেরা কিছু না নিলেও ছেলেকে তো দিতে হবে। আর গ্রামে শ্বশুর-শাশুড়ি আছে, তাদের জন্যও কিছু কিনব। সবার জন্য দামি জিনিস কেনার সামর্থ্য নেই। তাই কমদামে সবার জন্য এখান থেকে উপহার কিনে থাকি। পাশে পলিথিনের ওপরে মানিব্যাগের দোকান দিয়েছেন ফয়েজ আলী। কেনাবেচা কেমন হচ্ছে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ১০০ পিস মানিব্যাগ নিয়ে এসেছিলাম। বিকালের মধ্যেই ১০ পিস বিক্রি হয়েছে। এবার ঈদের বেচাকেনা ভালোই চলছে। একটু আয়-রোজগার ভালো হলে পরিবারের জন্য কিছু জিনিস পছন্দ করে রেখেছি, ওগুলো কিনে নিয়ে যাব। পাঞ্জাবির দোকানে দামদর করছিলেন বৃদ্ধ মোতাহের আলী। কেনাকাটার বিষয়ে জানতে চাইলে বলেন, ছেলেমেয়েদের বিয়ে দিয়েছি, তারা পর হয়ে গেছে। তাই নিজের জন্য পাঞ্জাবি কিনতে এসেছি। যে বাড়িতে দারোয়ানের চাকরি করি তারা বোনাস দিয়েছে। এই পাঞ্জাবি পরেই ঈদের নামাজ পড়ব। শুধু পোশাক নয়, অনেকেই ব্যস্ত গৃহস্থালীর প্রয়োজনীয় জিনিস কিনতে। পরিবারসহ গুলিস্তানের ফুটপাথে কেনাকাটা করতে এসেছেন সদরঘাট এলাকার মোকলেসুর রহমান। তিনি বলেন, সবার জন্য পোশাক কেনা শেষ। প্রায় ৪ হাজার টাকার কেনাকাটা করলাম। এখন ঘরের কিছু প্রয়োজনীয় জিনিস কিনব। তাহলেই আমাদের এই ঈদের কেনাকাটা শেষ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর