মঙ্গলবার, ২০ জুন, ২০১৭ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধের বিচার

ময়মনসিংহে ৯ জনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের মুক্তাগাছার মো. আবদুস সালামসহ নয়জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর আবুল কালাম। এ মামলার নয়জন আসামির বিরুদ্ধে গণহত্যা, ধর্ষণ এবং হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগ আমলে নেওয়া হবে কিনা সে বিষয়ে ১০ জুলাই আদেশ দেওয়ার দিন ধার্য করা হয়েছে। আসামিদের মধ্যে ছয়জন গ্রেফতার রয়েছেন। তারা হলেন মো. আবদুস সালাম, সুরুজ আলী ফকির, মো. জয়েন উদ্দিন, মো. আবদুর রহিম ওরফে নুরু বিএসসি, মো. জালাল উদ্দিন ও মো. রোস্তম আলী। পলাতক তিনজন হলেন শমসের ফকির, ফজলুল হক ও সামসুল হক। গত ২৯ মার্চ এই নয়জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর