মঙ্গলবার, ২০ জুন, ২০১৭ ০০:০০ টা
সাংবাদিক শিমুল হত্যা মামলা

চার্জশিট গৃহীত, পৌর মেয়র বরখাস্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে সমকালের সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় কারাবন্দী পৌর মেয়র হালিমুল হক মীরুকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। একই অভিযোগে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুর রাজ্জাককেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বিকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে তাদের এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু নূর মোহাম্মদ শামছুজ্জামান জানান, ‘দুপুর ২টার দিকে আমরা বহিষ্কারের চিঠি হাতে পেয়েছি। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাংবাদিক শিমুল হত্যা মামলায় মেয়র মীরু ও কাউন্সিলর রাজ্জাকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৩১-এর ১ ধারা মোতাবেক তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।’ প্রসঙ্গত, ২ ফেব্রুয়ারি শাহজাদপুরে মেয়র গ্রুপ ও ছাত্রলীগের একাংশের সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হন সাংবাদিক শিমুল। পরদিন ৩ ফেব্রুয়ারি ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে মেয়র মীরু ও তার ভাই মিন্টুসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২ মে বিকালে মেয়র মীরুসহ ৩৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। ১৩ জুন শুনানি শেষে চার্জশিট গ্রহণ করে নথিভুক্ত করে আদালত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর