মঙ্গলবার, ২০ জুন, ২০১৭ ০০:০০ টা

পায়ুপথে বাতাস ঢুকিয়ে কিশোর হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে মঞ্জু হোসেন নামে এক কিশোরের পায়ুপথে বাতাস দেওয়ায় মারাত্মক আহত হয়েছে। পরে ওই কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বেলা ১টার দিকে মীরহাজীরবাগ জমজম ফ্যান ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।   আহত মঞ্জুর সহকর্মী শুভ জানান, মঞ্জু তিনমাস ধরে ওই ফ্যান ফ্যাক্টরিতে কাজ করছে। সকাল থেকেই তারা কাজ করছিল। দুপুরে সহকর্মী আরিফ হোসেন দুষ্টুমির ছলে মঞ্জুর পায়ুপথে কম্প্রেসার মেশিনের সাহায্যে বাতাস ঢুকিয়ে দিলে মঞ্জু গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। অন্য শ্রমিকরা আরিফকে ধরে পুলিশে দিয়েছে।

ওই ফ্যাক্টরির ম্যানেজার রফিকুল ইসলাম জানান, দুষ্টমির ছলে এ ঘটনা ঘটেছে। মঞ্জুর নানা ফজলুর রহমান জানান, ফ্যাক্টরির মালিক ফোনে বিষয়টি জানিয়েছেন। সংবাদ শুনে এসেছি এবং মঞ্জুর সঙ্গে কথা বলছি। সে জানিয়েছে, দুষ্টুমি করতে গিয়ে এ অবস্থা হয়েছে। তাদের বাড়ি খুলনার খালিশপুরে। নানা-নানির সঙ্গে সে মীরহাজীরবাগে থাকেন। দুভাইয়ের মধ্যে মঞ্জু বড়। মা মুন্নি বেগম ছোট ছেলেকে নিয়ে মাতুয়াইলে থাকেন। শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর