শিরোনাম
মঙ্গলবার, ২০ জুন, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

বিমানে জন্ম নিল শিশু আজীবন টিকিট ফ্রি

প্রতিদিন ডেস্ক

অন্তঃসত্ত্বা এক নারী ভারতের জেট এয়ার ওয়েজের একটি বিমানে সৌদি আরব থেকে ভারত যাচ্ছিলেন। কিন্তু বিমানটি চলন্ত অবস্থায় সেখানে ওই নারী তার সন্তান প্রসব করেন। আকাশে ওই শিশু জন্ম নেওয়ায় তাকে আজীবন বিনামূল্যে আকাশ ভ্রমণের  সুবিধা দিয়েছে জেট এয়ারওয়েজ। বিবিসি জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে শিশুটির মায়ের প্রসব বেদনা শুরু হয়। বিমানটি তখন ৩৫ হাজার ফুট উঁচুতে। কিন্তু বিমানে নেই কোনো ডাক্তার। বিমানের এক ক্রু ও এক যাত্রী নারীটিকে সাহায্যের জন্য এগিয়ে আসেন। এরা দুজনেই ছিলেন প্রশিক্ষিত নার্স। তাদের সাহায্যেই প্রায় ৩৫ হাজার ফুট (১০ হাজার ৬৮৮ মিটার) উঁচুতে মধ্য আকাশে জন্ম নেয় শিশুটি। জেট এয়ারওয়েজের বোয়িং ৭৩৭ মুম্বাই পৌঁছানোর পরপরই মা ও শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এয়ারলাইন্সের এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, মা ও শিশু দুজনেই এখন সুস্থ আছে। ‘সফলভাবে একটি ছেলের শিশুকে পৃথিবীতে আনতে প্রসবকাজে সহায়তার জন্য’ বিমানের ওই যাত্রী ও কেবিন ক্রুকে বিশেষ ধন্যবাদ জানিয়েছে জেট এয়ারওয়েজ। আর ওই শিশুটির জন্য জেট এয়ারওয়েজে ভ্রমণ আজীবনের জন্য ফ্রি ঘোষণা করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর