বুধবার, ২১ জুন, ২০১৭ ০০:০০ টা

তরুণীরা মজেছে হুররামে

খুলনার ঈদ বাজার

সামছুজ্জামান শাহীন, খুলনা

তরুণীরা মজেছে হুররামে

খুলনার ঈদবাজার এখন জমজমাট। ঈদ যত ঘনিয়ে আসছে কেনাকাটার ব্যস্ততা ততই জমে উঠছে। ঈদের কেনাকাটায় এবারও তরুণ-তরুণীদের আগ্রহ ভারতীয় পোশাকের দিকেই। নানা     রকম ডিজাইন, জনপ্রিয় মেগা সিরিয়াল ও বলিউড সিনেমার নামে নামকরণ হয়েছে এসব পোশাকের। হুররাম, পিকু, বাহুবলি-২, বাজিরাও মাস্তানি নামের পোশাকে মজেছে খুলনার তরুণীরা। আর ছেলেদের পছন্দের তালিকায় রয়েছে পাঞ্জাবি, ফ্যাশনেবল ফুল শার্ট, চেক শার্ট, এক কালার শার্ট, জিন্স ও গ্যাবার্ডিং প্যান্ট। বিক্রেতারা জানান, প্রযুক্তির কল্যাণে বদলে যাচ্ছে মানুষের জীবনধারা। সেই সঙ্গে পরিবর্তন এসেছে মানুষের রুচিতেও। ঈদ ফ্যাশনের অনেকটাই এখন নির্ভর করে ঋতু, ট্রেন্ড আর জনপ্রিয় সিরিয়ালের নন্দিত অভিনেত্রীদের পোশাকের বিষয়টি মাথায় রেখেই। সরেজমিন দেখা যায়, ঈদবাজারের সবচেয়ে বেশি ভিড়টা অভিজাত শপিংমল ও ফ্যাশন হাউসগুলোকে ঘিরেই। তারুণ্যের হালনাগাদ বাহারি সব ডিজাইনের পোশাকের কালেকশন রয়েছে প্রতিটি দোকানে। ক্রেতারাও ঘুরেফিরে স্বচ্ছন্দে কিনতে পারছেন পছন্দের পোশাকটি। জানা যায়, রোজার শুরু থেকেই বাহারি ডিজাইন ও ফ্যাশনেবল পোশাকে সাজানো হয়েছে অভিজাত বিপণিবিতানগুলো। খুলনার নিউ মার্কেট, শপিং কমপ্লেক্স, আখতার চেম্বার, সেভ অ্যান্ড সেফ, আড়ং, রিচম্যান লুবনান, দর্জিবাড়ি, কার্টস আই নামের ফ্যাশন হাউসগুলোতে বিক্রি হচ্ছে আধুনিক ডিজাইনের নানা পোশাক। তবে ফ্যাশনবেল এসব পোশাকের দাম তুলনামূলক বেশি বলে জানান ক্রেতারা। এদিকে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের ভরসা রেলওয়ে মার্কেট, মশিউর রহমান মার্কেট ও ফুটপাথের দোকানগুলো। প্রতিদিন মহানগরীর বাইরে থেকে অসংখ্য ক্রেতা আসছেন কেনাকাটা করতে। ক্রেতা-বিক্রেতার সরগরমের পুরো খুলনাই যেন পরিণত হয়েছে বড় ঈদবাজারে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এবারের ঈদবাজারে ভারতীয় সিনেমা বাহুবলি-২ এর চরিত্র দেবসেনা’র নামের পোশাক এবং তুর্কি টিভি সিরিয়াল সুলতান সুলেমানের চরিত্র হুররাম সুলতানার নামের পোশাক বেশি কিনছেন তরুণীরা। বাড়তি স্ক্যাপ দিয়ে গাউনের ওপরে বিশেষ এ পেশাকটি তৈরি করা হয়েছে। দাম ৩ হাজার থেকে ৭ হাজার টাকা পর্যন্ত। এছাড়া গুজরাট বুটিকস, লক্ষেৗ বুটিকস, বোম্বে বুটিকস ও বিনয় সিল্কের পোশাক দেদার বিক্রি হচ্ছে। খুলনার শপিং কমপ্লেক্সে বান্ধবীদের নিয়ে কেনাকাটা করতে আসা কলেজছাত্রী শারমীন সুলতানা জানান, তারা সবাই হুররাম সুলতানা নামের পোশাক কিনেছেন। ঈদের দিন তারা এ পোশাক পরবেন। এদিকে ঈদবাজার কেন্দ্র করে নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। দুই হাজার পুলিশ সদস্য নগরীতে নিরাপত্তায় কাজ করছেন। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবীর জানান, ঈদবাজারকে ঘিরে তিনস্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। চুরি, ছিনতাই ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে পুলিশ। বিপণিবিতানগুলোতে রয়েছে পুলিশের সতর্ক নজরদারি। পোশাকধারী ছাড়াও সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।  

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর