বুধবার, ২১ জুন, ২০১৭ ০০:০০ টা

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের খোশালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। সীমান্তের ওপারে নদীয়া জেলার কুমারী গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় আরও দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। নিহতরা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে সোহেল (২০) ও অজ্ঞাত (১৮)। আহত হয়েছেন উপজেলার শ্যামপুর গ্রামের কাউসার আলীর ছেলে হারুন (৩০) ও অজ্ঞাত (২৫)। গতকাল বেলা ১১টার দিকে মহেশপুরের খোশালপুর সীমান্তে ভারতের কুমারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি করলে দুজন ঘটনাস্থলেই মারা যান। বিএসএফ সদস্যরা তাদের লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, উপজেলার খোশালপুর সীমান্তে খোলপুর গ্রামের সহিদুল ইসলাম তরফদারের ছেলে সোহেল তরফদারসহ কয়েকজন গতকাল সকাল ৯টার দিকে সীমান্তে গরু আনতে যান। গরু নিয়ে ফেরার সময় সকাল ১০টার দিকে সীমান্তের কাছাকাছি পৌঁছলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে ৩/৪ রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে খোশালপুর গ্রামের সোহেল তরফদার (২০) ও হারুন (১৫)সহ ৪জন গুলিবিদ্ধ হন। আরেক ব্যক্তি পায়ে গুলি লেগে আহত আবস্থায় পালিয়ে আসেন। ভারতের নদীয়া জেলার হাসখালি থানার কুমারি ক্যাম্পের বিএসএফরা লাশ ২টি নিয়ে যায়। স্থানীয় নেপা ইউনিয়ন চেয়ারম্যান শামছুল হক মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন। খোশালপুর-৫৮ বিজিবি ক্যাম্পের কমান্ডার লে. কর্নেল জিল্লুর রহমান জানান, বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহতের খবর স্থানীয়রা জানিয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে এবং ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের চেষ্টা করা হচ্ছে।

হাপানিয়া সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ: নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁর পোরশা উপজেলার হাপানিয়া সীমান্তের দুয়ারপাল থেকে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। তারা হলেন— পোরশা উপজেলার দুয়ারপাল গ্রামের মৃত কেতাব আলীর ছেলে মাইনুল ইসলাম (৩০) ও একই গ্রামের আবদুল মান্নানের ছেলে মানিরুল ইসলাম (৩৫)। গতকাল দুপুরে পোরশার হাপানিয়া ক্যাম্প কমান্ডার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে নওগাঁর পোরশার হাপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবদুর রাজ্জাক জানান, সোমবার দিবাগত রাতে ১০/১২জনের একদল গরু ব্যবসায়ী ভারতে প্রবেশ করে। গতকাল ভোর রাতের দিকে গরু নিয়ে ফেরার পথে ২৩২নং মেইন পিলার থেকে প্রায় এক কিলোমিটার অভ্যন্তরে ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ তাদের ধাওয়া করে। এ সময় অন্য গরু ব্যবসায়ীরা পালিয়ে গেলেও বিএসএফের একটি স্পেশাল টিম ওই দুজনকে আটক করে। পরে তাদের ভারতের স্থানীয় হবিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। তিনি আরও জানান, এ ঘটনায় গতকাল সকালে ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হলে তারা দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে ঘটনার সত্যতা স্বীকার করে জানায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সর্বশেষ খবর