বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭ ০০:০০ টা

ঢাকা রাজশাহীতে বিশেষ ট্রেন, স্টেশনে বিজিবি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

এবার ঈদে যাত্রীদের ভোগান্তি কমাতে রাজশাহী-ঢাকা রুটে চলাচল করবে  অতিরিক্ত একটি স্পেশাল ট্রেন। এছাড়া প্রতিদিন পদ্মা, সিল্কসিটি ও ধূমকেতু এক্সপ্রেস নামে তিনটি ট্রেন রাজশাহী-ঢাকা রুটে চলাচল করে। যাত্রীদের নিরাপত্তার পাশাপাশি টিকিট নিয়ে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ময়েন উদ্দিন জানান, বাড়তি ট্রেনটি আজ থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পরদিন থেকে পরবর্তী সাতদিন চলাচল করবে।  এছাড়া রাজশাহী-ঢাকা রুটের আগের সবগুলো ট্রেন নিয়মিত সময়সূচিতেই চলবে। ঈদ উপলক্ষে আন্তঃনগর ও কমিউটার ট্রেনের কোনো অফ-ডে থাকবে না। তবে ঈদের আগের দিন রাজশাহী-ঢাকা রুটের ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি চলাচল করবে না। স্টেশন মাস্টার ময়েন উদ্দিন জানান, ঈদ উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। রাজশাহী-ঢাকা রুটের বাড়তি একটি ট্রেনের কারণে ঈদের পর কর্মক্ষেত্রে ফেরা মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করেন তিনি। এছাড়া সার্বিক নিরাপত্তার জন্য অন্য আইন-শৃঙ্খলাবাহিনীর পাশাপাশি এবার বিজিবিও থাকছে।

সর্বশেষ খবর