বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭ ০০:০০ টা
বিমানের দুটি উড়োজাহাজ বিকল

অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বাতিল, যাত্রী দুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজ বিকল হওয়ায় অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে। গত দুদিন ধরে এ পরিস্থিতি চলতে থাকায় যাত্রী দুর্ভোগ এখন চরমে। ঈদের ঘরমুখী যাত্রীদের ফ্লাইট পরিচালনা করার ক্ষেত্রেও অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে বিমান বলছে, আজ থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

বিমান সূত্র জানায়, গতকাল বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ রুটের চারটি ফ্লাইট বাতিল হয়েছে। সেগুলো হলো ঢাকা-সৈয়দপুর, ঢাকা-যশোর, ঢাকা-বরিশাল, ঢাকা-সিলেট। গত মঙ্গলবারও এসব রুটে বিমান চলেনি। বিমান কর্তৃপক্ষ বলছে, তাদের ড্যাশ-৮ মডেলের দুটি উড়োজাহাজের ত্রুটি সারাইয়ের কাজ করার কারণে এসব ফ্লাইট বাতিল করা হয়। জানা গেছে, ড্যাশ-৮ মডেলের উড়োজাহাজ দিয়ে ঢাকাসহ দেশের আটটি রুট ও বিভিন্ন আঞ্চলিক রুটে ফ্লাইট পরিচালনা করে আসছিল বিমান। এ দুটি উড়োজাহাজের মধ্যে একটি প্রায় সব সময়ই বিকল হয়ে পড়ে থাকে। অন্য ড্যাশ উড়োজাহাজও বিকল হয়ে পড়ায় অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বাতিল হয়ে যায়। তবে গতকাল দুটি ড্যাশ উড়োজাহাজের মধ্যে একটি সচল হয়। এ কথা জানিয়ে বিমানের সহকারী ব্যবস্থাপক (জনসংযোগ) তাসমিম আক্তার বলেন, এই ড্যাশ উড়োজাহাজ দিয়ে সকালে কক্সবাজারে ফ্লাইট পরিচালনা করা হয়। ঢাকায় ফিরে আসার পর বেলা সাড়ে তিনটার দিকে এটি দিয়ে মিয়ানমারে যাত্রী নিয়ে যায়। আজ আরেক ড্যাশ ঠিক না হলে বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজ দিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালানো হবে বলে জানান তিনি। তবে এ পর্যন্ত অভ্যন্তরীণ রুটে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা সম্পর্কে বিমান কর্তৃপক্ষের কাছ থেকে কোনো তথ্য জানা যায়নি।

বোয়িং ৭৩৭ উড়োজাহাজ দিয়ে চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার রুটে যাত্রী বহন করে থাকে বিমান।

সর্বশেষ খবর