শুক্রবার, ২৩ জুন, ২০১৭ ০০:০০ টা

দুলুর প্রতিদ্বন্দ্বী শিমুল না আহাদ

নাসিম উদ্দীন নাসিম, নাটোর

দুলুর প্রতিদ্বন্দ্বী শিমুল না আহাদ

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নাটোরের চারটি নির্বাচনী এলাকায় (সংসদীয় আসন ৫৮, ৫৯, ৬০ ও ৬১) মনোনয়ন প্রত্যাশীরা জনসংযোগ শুরু করে দিয়েছেন। তৃণমূলের সমর্থন পেতে তারা তৎপর হয়েছেন। অনেকে কেন্দ্রের সবুজ সংকেত পেতে সিনিয়র নেতাদেরও দ্বারস্ত হচ্ছেন।

রমজানকে ঘিরে সম্ভাব্য প্রার্থীরা নিজ এলাকায় ইফতার মাহফিল করছেন। কেউ কেউ পোস্টার ও লিফলেটের মাধ্যমে শুভেচ্ছা বার্তাও পাঠাচ্ছেন। নাটোর সদর আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সঙ্গে আওয়ামী লীগের সম্ভাব্য দুই প্রার্থী শফিকুল ইসলাম 

 শিমুল এমপি অথবা সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। চমক থাকছে নাটোর-১ ও ৪ আসনেও। নাটোর-১  আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শেফালী মমতাজের বিপরীতে তার ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক শামীম আহম্মেদ সাগর লড়াইয়ে প্রস্তুত। আবার নাটোর-৪ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য দুই প্রার্থী বাবা-মেয়ে। বাবা বর্তমান সংসদ সদস্য আবদুল কুদ্দুসের সঙ্গে লড়াইয়ে প্রস্তুত তারই কন্যা যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী কুহেলি কুদ্দুস মুক্তি।

নাটোর-১ (লালপুর-বাগাতীপাড়া) একাদশ নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান সংসদ সদস্য আবুল কালাম আজাদ এমপি। এ ছাড়া জেলা আওয়ামী লীগের অপর সহ সভাপতি মাজেদুর রহমান চাঁদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক সিলভিয়া পারভীন লেনী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শেফালী মমতাজ এবং  তার পুত্র শামীম আহম্মেদ সাগর।

বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ দফতর সম্পাদক ও সাবেক ছাত্রনেতা তাইফুল ইসলাম টিপু। এছাড়াও সাবেক মন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের সহধর্মিণী শিরিন সুলতানা ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি তরিকুল ইসলাম টিটুর নামও আলোচনায় রয়েছে। জাতীয় পার্টির প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক সংসদ সদস্য আবু তালহা ও মনিরুজ্জামান মনির। নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রয়েছেন বর্তমান সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি এবং জেলা যুবলীগের সভাপতি বাশিরুর খান চৌধুরী। বিএনপি থেকে একক প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। কোনো কারণে তিনি প্রার্থী হতে না পারলে ‘বিকল্প প্রার্থী’ হিসেবে জেলা বিএনপির সহ-সভাপতি ও দুলুর সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবির নামও শোনা যাচ্ছে। জাতীয় পার্টির প্রার্থী হিসেবে রয়েছেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক এমপি মজিবর রহমান সেন্টু, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমির আমেল খান চৌধুরী ও ওয়ার্কার্স পার্টির মাহবুবুর রহমান মাহবুব। নাটোর-৩ (সিংড়া) চলনবিল অধ্যুষিত সিংড়া এলাকায় আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের। বিএনপি প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদ, সিংড়া পৌর বিএনপির সভাপতি শামীম আল রাজি, জেলা বিএনপির প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক আনু। জাতীয় পার্টি থেকে উপজেলা জাতীয় পার্টির সভাপতি  আনিছুর রহমান, জামায়াতে ইসলামীর বেলাল উজ জামান, ওয়ার্কার্স পার্টির মিজানুর রহমান মিজান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা আজিজুর রহমানের নাম শোনা যাচ্ছে। নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এগিয়ে রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস এমপি। তবে সেখানে দলীয় মনোনয়নের তৎপরতা চালিয়ে যাচ্ছেন তারই কন্যা যুব মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী কুহেলি কুদ্দুস মুক্তি। স্থানীয়রা বলছেন, আওয়ামী লীগের প্রতীক নিয়ে শেষ পর্যন্ত বাপ-বেটির লড়াই হতে পারে। নৌকার সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহসম্পাদক সাবেক ছাত্রনেতা রতন সাহার নামও। এ ছাড়া গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ মোল্লা, বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এবং ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আহম্মেদ আলী মোল্লা প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে এ আসনেও আলোচনায় রয়েছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এর বাইরে তৎপরতা চালাচ্ছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক, সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হক, গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানা বিএনপির সভাপতি আবদুল আজিজ, সাবেক পৌর মেয়র মশিউর রহমান বাবলু। এ ছাড়া জাতীয় পার্টি থেকে বিশিষ্ট শিল্পপতি আলাউদ্দিন মৃধার নাম শোনা যাচ্ছে।

♦ আগামীকাল : সিরাজগঞ্জের সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা

সর্বশেষ খবর