শুক্রবার, ২৩ জুন, ২০১৭ ০০:০০ টা
খালেদার আইনজীবীর চিকুনগুনিয়া

ট্রাস্ট দুর্নীতির দুই মামলার পরবর্তী শুনানি ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আগামী ২৯ জুন পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছে আদালত। খালেদা জিয়ার প্রধান আইনজীবী চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ায় সময় চেয়ে আবেদন করার পর আদালত কিছুটা সময় শুনানি শেষে গতকাল পরবর্তী এই তারিখ ধার্য করে। পুরান ঢাকার বকশীবাজারে   আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আক্তারুজ্জামানের আদালতে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর দায়ের করা মামলা দুটির বিচার কাজ চলছে। গতকাল বেলা ১১টা ৪০ মিনিটে মামলা দুটিতে হাজিরা দিতে আদালতে যান খালেদা জিয়া। এক ঘণ্টার শুনানি শেষে ১২টা ৪০ মিনিটের দিকে তিনি আদালত ত্যাগ করেন। তার আগে শুনানির শুরুতে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার আদালতকে বলেন, আসামি পক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক খান চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাই শুনানির জন্য নতুন তারিখ প্রয়োজন। তখন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এ আবেদনের বিরোধিতা করেন। একপর্যায়ে জমিরউদ্দিন সরকারের উদ্দেশে আদালত বলে, খালেদা জিয়ার উকালতনামায় ৪৭৮ জন আইনজীবীর নাম রয়েছে। একজন অসুস্থ থাকলে তার জন্য মামলার শুনানি হবে না, এটা কেমন কথা। তাহলে কি তালিকাটি শুধু দেখানোর জন্য? আদালত আরও বলে, মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করতে গিয়ে গত তিনটি কার্যদিবসে ১৬টি প্রশ্নের মধ্যে মাত্র একটি প্রশ্ন করেছেন আপনারা। জবাবে আসামি পক্ষের আইনজীবী বলেন, উনি (আবদুর রাজ্জাক) এই মামলায় ৩২ জন সাক্ষীকে জেরা করেছেন। এ সময় দুদকের আইনজীবী কাজল বলেন, প্রতিটি তারিখেই আসামি পক্ষের ইস্যু থাকে। পরে আদালতও আসামি পক্ষকে জেরা করতে বলে। আইনজীবীরা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা শুরু করেন। প্রসঙ্গত, গত বৃহস্পতিবারও খালেদা জিয়া আদালতে হাজির হয়েছিলেন। সেদিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তাকে খালেদা জিয়ার আইনজীবীরা আংশিক জেরা করেন। অন্যদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদার আত্মপক্ষ সমর্থন শুনানির পর্যায়ে রয়েছে। আগামী ২৯ জুন মামলা দুটির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ খবর