শনিবার, ২৪ জুন, ২০১৭ ০০:০০ টা

শেষ মুহূর্তে কেনাকাটার ধুম

চট্টগ্রাম ঈদ বাজার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শেষ মুহূর্তে কেনাকাটার ধুম

চট্টগ্রামের বিপণিবিতানগুলোতে শেষ মুহূর্তে ধুম পড়েছে বিকিকিনির। শুক্রবার থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় বিপণিবিতানগুলোতে উপচে পড়া ভিড় বিভিন্ন বয়সী ক্রেতাদের। বেচা বিক্রিতে মহাব্যস্ত ব্যবসায়ীরাও। ক্রেতাদের চাহিদা পূরণ করতে দেশি-বিদেশি নজরকাড়া ডিজাইনের পণ্যের পসরা সাজিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টায় ব্যস্ত বিক্রেতারা। অন্যান্য বারের মতো      চট্টগ্রামে এবারও আধিপত্য বজায় রেখেছে ভারতীয় পণ্য। পোশাকের পাশাপাশি ক্রেতারা ভিড় করছেন প্রসাধন সামগ্রী ও জুতার দোকানেও।

বিভিন্ন বিপণিবিতান ঘুরে দেখা যায়, ঈদের ছুটি শুরু হওয়ায় শুক্রবার থেকে বিপণিবিতানগুলোতে ভিড় করছে ক্রেতারা। অনেকে শুক্রবারের মধ্যে কেনাকাটা সেরে শনিবার রওনা দেবেন নাড়ির টানে বাড়িতে। তাই বাড়িতে যাওয়ার আগে চূড়ান্ত কেনাকাটা করতে এসেছেন কেউ কেউ। শুক্রবার বিকাল থেকেই সানমার ওশান সিটি, সেন্ট্রাল প্লাজা, ইউনেস্কো সেন্টার, টেরিবাজার, বিপণিবিতান, ফিনলে স্কয়ার, আখতারুজ্জামান সেন্টার, লাকি প্লাজা, সাউথল্যান্ড সেন্টার, সিঙ্গাপুর মার্কেট, গুলজার টাওয়ার, মতি টাওয়ার, মিমি সুপার মার্কেট, আফমি প্লাজা, আমিন সেন্টার, রিয়াজউদ্দিন বাজার, তামাকুম লেইন, ঝলক প্লাজা, বিনিময় টাওয়ার, বে শপিং, হকার্সসহ নগরীর সব মার্কেটে ভিড় করছে। এবারও ক্রেতাদের মূল আকর্ষণ রয়েছে ভারতীয় পোশাকের দিকে। তাই বিক্রেতারাও ভারতীয় পোশাকে ঠাসা করছে দোকান। এবারের ঈদে নারীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে ইন্ডিয়ান বাহুবলি, পাঞ্চু, সারারাসহ নানান নামের বাহারি সব পোশাক। ভারতীয় ডিআইডি কটন, পেপার সিল্ক, গাউন, ব্রাইডাল গাউন, ইন্ডিয়ান বেনারসি কাতান, কাঞ্চিবরণ, মিনাকুমারী, মৌ মাস্তান, কাশ্মীরি সিল্ক ইত্যাদি শাড়ি বিক্রি হচ্ছে সমান হারে। যারা এরই মধ্যে পোশাক কেনা শেষ করেছেন তারা ভিড় করছেন প্রসাধন ও জুতার দোকানে।

নগরীর সেন্ট্রাল প্লাজায় কেনাকাটা করতে আসা কুমকুম আজাদ বলেন, ‘ঈদের আগে হাতে খুব একটা সময় নেই। তাই শুক্রবার কেনাকাটা করতে এসেছি। আজ পরিবারের জন্য কাপড় কিনেছি। নিজের জন্য কিছু প্রসাধনী সামগ্রী কিনেছি। একইভাবে শেষ মুহূর্তের কেনাকাটার কথা জানালেন নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার আনোয়ারা উর্মি।

টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান বলেন, বর্ষার কারণে এতদিন বেচাকেনা খুব একটা হয়নি। তবে বৃহস্পতিবার থেকে ক্রেতারা কেনাকাটা শুরু করেছে। শুক্রবার সারা দিন দিন উপচে পড়া ভিড় ছিল মার্কেটে। ক্রেতাদের আগ্রহ জুড়েই ছিল ভারতীয় পোশাক। তবে ভারতীয় পোশাকের পাশাপাশি দেশীয় তৈরি পোশাক বিক্রি হচ্ছে। তবে তা আনুপাতিক হারে কম।

 

সর্বশেষ খবর