শনিবার, ২৪ জুন, ২০১৭ ০০:০০ টা
চলচ্চিত্র ঐক্যজোটের সভা

তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি, শাকিবকে নিষিদ্ধে সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

চলচ্চিত্র ঐক্যজোটের জরুরি সভায় ১৬ সংগঠন সর্বসম্মতিক্রমে তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি এবং শিল্পী সমিতি থেকে শাকিব খানের সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল এফডিসির পরিচালক সমিতির কার্যালয়ে বিকালে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়। রাজপথে আন্দোলনের পরেও আলোচিত-সমালোচিত যৌথ প্রযোজনার দুই ছবি ‘নবাব’ ও ‘বস-টু’ আনকাট সেন্সর পায় ঈদের জন্য। আর এই বিষয়টিকে সামনে রেখেই ঐক্যজোটের নেতারা জরুরি সভায় বসেন। সভায় চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, অভিনেতা ফারুক,      আলমগীর, রিয়াজ, পপি, প্রযোজক খোরশেদ আলম খসরু, ডিপজলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এতে তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, যেভাবে চলচ্চিত্রকে ধ্বংস করার চেষ্টা চলছে সেটা ঠেকাতে করণীয় আজই ঠিক করতে হবে। রিয়াজ বলেন, তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। আমরা আবেগ থেকে যাই বলি না কেন, আমাদের চলচ্চিত্রকে বাঁচাতে হলে কঠোর অবস্থানে যেতে হবে। প্রযোজক খসরু বলেন, আমাদের এবারের আন্দোলন হবে মন্ত্রীর কর্মকাণ্ডের বিরুদ্ধে। নায়ক ফারুককে নিয়ে কটু মন্তব্য করার জন্য শাকিব খানের শাস্তিও দাবি করেন তিনি। অন্যদিকে নায়ক আলমগীর বলেন, শাকিব খানকে আর ক্ষমা নয়। এর আগে শাকিবের ঝামেলা মিটিয়ে দিয়ে ভুল করেছিলাম। এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। ফারুক ভাইকে নিয়ে যে কমেন্ট করেছে তা ক্ষমা করা হবে না। তাকে বয়কট নয়, তার শাস্তি চাই। সংগঠনগুলো তার ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে তাকে স্বাগত জানাবো। সভায় যৌথ প্রযোজনার নামে চলমান এই প্রতারণার বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ারও সিদ্ধান্ত হয়।

সর্বশেষ খবর