রবিবার, ২৫ জুন, ২০১৭ ০০:০০ টা

বেতনের দাবিতে গার্মেন্ট শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

ঈদের আগেও তিন মাসের বকেয়া বেতন না পেয়ে রাজধানীর কল্যাণপুরে দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি গার্মেন্টসের শ্রমিকরা। গতকাল দুপুরে মনড অ্যাপারেল লিমিটেড নামে ওই গার্মেন্টসের প্রায় আড়াইশ শ্রমিক এ অবরোধ কর্মসূচিতে অংশ নেয়। গার্মেন্টস শ্রমিকরা কল্যাণপুর ওভারব্রিজের নিচে অবস্থান নেওয়ায় গাবতলীমুখী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ঈদের আগে গাবতলী বাস টার্মিনালগামী যাত্রীদের পড়তে হয় ভোগান্তিতে।

পরে পুলিশ মালিকপক্ষের সঙ্গে কথা বলে বকেয়া পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক থেকে সরে যান। শ্রমিকরা বলছেন, গত এপ্রিল মাস থেকে আমাদের বেতন দেওয়া হয় না। আজ দেবে কাল দেবে বলে ঘুরাচ্ছে। সে জন্য রাস্তায় নেমেছি। ঈদ আসছে। বোনাস দেবে কি, বেতনেরই খবর নেই বলে শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করেন। জানা গেছে, ওই গার্মেন্টসের মালিক নূর-ই-আলম সিদ্দিকী। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা রাস্তায় নেমেছিল। মালিকপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তারা রাস্তা থেকে সরে যান।

সর্বশেষ খবর