বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭ ০০:০০ টা

বিএনপিতে একক আওয়ামী লীগের বহু প্রার্থী অন্য দলের একক

মাহবুবুল হক পোলেন, মেহেরপুর

বিএনপিতে একক আওয়ামী লীগের বহু প্রার্থী অন্য দলের একক

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম এখন নির্বাচনী মাঠ। দেশের বিভিন্ন সংসদীয় আসনের মতো মেহেরপুরের দুটি নির্বাচনী এলাকায়ও বইছে নির্বাচনী হাওয়া। মাঠ চষে বেড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। ঈদ শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন পোস্টার, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে নিজেদের প্রার্থিতা জানান দিয়েছেন সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীরা। বর্তমান এমপিসহ মনোনয়নপ্রত্যাশীরা নির্বাচনী এলাকায় গিয়ে গণসংযোগ, মতবিনিময় সভা, কর্মিসভাসহ বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন। আবার কেউ কেউ মসজিদ, মন্দিরে দান-খয়রাত করছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগে একাধিক প্রার্থী থাকলেও বিএনপি, জাতীয় পার্টিসহ অন্যান্য দলে একক প্রার্থী। মনোনয়নপ্রত্যাশীরা সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়িয়ে দিয়েছেন। এ জেলায় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড দলীয় কার্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ। জামায়াতে ইসলামী প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড না করলেও গোপনে তাদের দলীয় তত্পরতা চালিয়ে যাচ্ছে বলে খবর রয়েছে। 

জানা গেছে, মেহেরপুর জেলার দুটি সংসদীয় এলাকায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল চরমে। নির্বাচনের আগে এ কোন্দল নিরসন করা না হলে নির্বাচনী মাঠে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে নামানো কঠিন হবে। অন্যদিকে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি এখন অনেকটাই গুছিয়ে নিয়েছে। তারা সংগঠিত হচ্ছে। সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদের একক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। যারা আলোচনায় আছেন, কোনো কারণে তাদের মনোনয়ন বাতিল হয়ে গেলে বিকল্প প্রার্থীও রয়েছে বলে বিএনপি সূত্র জানায়। ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নিজ দলসহ বিভিন্ন মহলে কৌতূহল রয়েছে। বিগত দিনে যারা নৌকা নিয়ে লড়েছেন, তারাই আবার নৌকা পাবেন নাকি নতুন মুখ আসবে? নতুন মুখ কারা আসতে পারেন তা নিয়ে এখন সর্বত্র আলোচনা হচ্ছে।

মেহেরপুর-১ : এ আসনের বর্তমান এমপি ফরহাদ হোসেন দোদুল। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি। এবারও দলের মনোনয়ন চাইবেন। এ ছাড়াও আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন জেলার সাবেক সভাপতি ও সাবেক এমপি জয়নাল আবেদীন, সাবেক এমপি প্রফেসর আবদুল মান্নান, জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, মেহেরপুর শহর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এম এ এস ইমন। এ আসনে বিএনপির একক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তিনি হলেন সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। জাতীয় পার্টি থেকে জেলা কমিটির সভাপতি আবদুল হামিদ। স্বতন্ত্র নির্বাচন করতে পারেন জামায়াতের জেলা আমির মাওলানা তাজউদ্দিন আহমেদ। 

মেহেরপুর-২ :  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক এ আসনে নৌকা প্রতীকে ২০১৪ সালে নির্বাচন করেন। তিনি দলের বিদ্রোহী প্রার্থী মকবুল হোসেনের কাছে পরাজিত হন। এবার দুজনই আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। এ ছাড়াও ক্ষমতাসীন দলের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন— জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহিদুজ্জামান খোকন, সংরক্ষিত মহিলা এমপি সেলিনা আখতার বানু। বিএনপি থেকে মনোনয়ন চাইতে পারেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন ও জেলা সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। জাতীয় পার্টি থেকে জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সেলিম। উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম স্বতন্ত্র নির্বাচন করতে পারেন বলে জানা গেছে।

 

আগামীকাল: পড়ুন কুষ্টিয়ার নির্বাচনী হাওয়া  

সর্বশেষ খবর