বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭ ০০:০০ টা

ভাগ্য খুলল আরও আট হাজার ফলপ্রার্থীর

অগ্রণী ব্যাংকের সংশোধিত ফলাফল

নিজস্ব প্রতিবেদক

অগ্রণী ব্যাংকের সংশোধিত ফলাফলে ভাগ্য খুলেছে আরও ৮ হাজার ফলপ্রার্থীর। গতকাল ব্যাংকটির সিনিয়র অফিসার পদে নিয়োগের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষার সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়। এতে নতুন করে আরও ৭ হাজার ৮১১ জন উত্তীর্ণ হয়েছেন।

আগের ফলাফলে ৮ হাজার ১৯২ জন উত্তীর্ণ হয়েছিলেন। এ নিয়ে মোট উত্তীর্ণ হলেন ১৬ হাজার ৩ জন। ওই ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অভিযোগ করেছিলেন, বি সেটের ফলাফলে কোথাও ভুল হয়েছে।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগ অগ্রণী ব্যাংকের এই পরীক্ষা নেওয়ার দায়িত্ব পেয়েছিল। প্রায় ২ লাখ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন। ১৯ মে প্রথম দফায় প্রশ্নপত্র ফাঁসের কারণে এ পরীক্ষা বাতিল হয়। এরপর ৯ জুন ফের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার প্রশ্ন ফাঁস করা নিয়ে ওই সময় গণমাধ্যমসহ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হৈ চৈ হয়। এরপরই কর্তৃপক্ষ বাছাই পরীক্ষার নতুন সংশোধিত ফলাফল প্রকাশ করে।

সর্বশেষ খবর