বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭ ০০:০০ টা
কৃষি সংবাদ

দিনাজপুরে আঙ্গুর চাষে সাফল্য

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে আঙ্গুর চাষে সাফল্য

উত্তর জনপদের দিনাজপুরে ব্যক্তিগত পর্যায়ে আঙ্গুর চাষ করে সফলতা এনেছেন শহরের আপেল মামুনের স্ত্রী দিনাজপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক সাদীয়া সুলতানা। তার আঙ্গুর ফলের গাছ দেখতে প্রতিদিনই মানুষ আসছে। ভিড় করছেন তার বালুবাড়ীতে। এই সফলতা দেখে অনেকেই আঙ্গুর চাষের নানা পরিকল্পনা করছেন। এ ব্যাপারে সাদীয়া সুলতানা বলেন, আঙ্গুর গাছ রোপণের আগে গর্ত করে তাতে জৈব সার প্রয়োগ করি। তারপর গাছ রোপণ করি। খরা  মৌসুমে একটু পানি দেই। আঙ্গুর গাছে গোবর সার ও পানি প্রয়োগ করার কারণে বাড়তি কোনো সার দেইনি, আর আলাদাভাবে পরিচর্যা করতেও হয়নি। গত বছর আঙ্গুর গাছে ফল আসে। গাছের বিস্তৃতি ঘটায় মাচা তৈরি করতে হয়েছে। তিনি জানান, ২০১৫ সালে এপ্রিলে তার বোন ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের ইঞ্জিনিয়ার সুলতানা কবীরের ঢাকাস্থ বাড়ির ছাদে আঙ্গুর চাষ করেন। সেখান থেকে চারা নিয়ে এনে লাগান। পরে ২০১৬ সালে এ আঙ্গুর গাছে কিছু ফল আসে। এবারে হাজার হাজার আঙ্গুর ধরেছে। এ আঙ্গুর খেতে মিষ্টি ও সুস্বাদু। থোকা থোকা সুস্বাদু আঙ্গুর ফল খেতে মহল্লার লোকজন এবং আত্মীয়-স্বজনরা প্রতিদিন আসছেন। আঙ্গুর গাছটি পরিচর্যা করতে তাকে সহযোগিতা করেছেন তার পিতা বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর ও তার দ্বিতীয় কন্যা প্রভাষক সুফিয়া কবির। কৃষি বিভাগ জানায়, এটা বরেন্দ্র অঞ্চলের অম্লভাবাপন্ন ও আবহাওয়া বিদ্যমান থাকায় কমলা ও আঙ্গুর চাষ হওয়া সম্ভব। এ সালফার (গন্ধক) পূর্ণ হলুদার্ভ কাকরযুক্ত লাল মাটি অঞ্চলের উৎপাদিত আঙ্গুর মিষ্টি ও রসালো হবে। গাছে নিবিড় পরিচর্যা, পরিমিত পানি সেচ দিতে যত্নবান হতে হবে।

সর্বশেষ খবর