শুক্রবার, ৩০ জুন, ২০১৭ ০০:০০ টা

কামারখন্দে দুই গ্রামবাসীর সংঘর্ষে প্রাণ গেল দুই ছাত্রের

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিবাহ বিচ্ছেদের মাত্র ২০ হাজার টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে প্রাণ গেল দুই গ্রামের দুজন কলেজছাত্রের। নিহতরা হলেন পাইকশা গ্রামের দানেজ শেখের ছেলে ও সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র ফরিদুল ইসলাম এবং বাগবাড়ী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে ও কারিগরি কলেজের ছাত্র রিপন হোসেন। পরিবার দুটি তাদের একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে। সংঘর্ষে শুধু দুটি তাজা প্রাণই নয়, ভাঙচুরসহ ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় অর্ধকোটি টাকার। ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, ২৪ জুন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকশা  গ্রামের একটি মেয়ের বিবাহ বিচ্ছেদের উেকাচের ২০ হাজার টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে পাইকশা ও বাগবাড়ী গ্রামের যুবলীগ কর্মীদের মধ্যে মারধরের ঘটনা ঘটে। একপর্যায়ে বিষয়টি দুই দল গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে দফায় দফায় সংঘর্ষ হয়। বুধবার দুপুরে উভয় গ্রামের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে পাইকশা গ্রামের কলেজছাত্র ফরিদুল ইসলাম ও বাগবাড়ী গ্রামের কারিগরি কলেজের ছাত্র রিপনসহ ১৫ জন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় ফরিদুল ও গতকাল সকালে রিপন মারা যান। দুজনের লাশ বাড়িতে নিয়ে এলে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সংঘর্ষ চলাকালে পাইকশা বাজারে ১৫টি দোকান ভাঙচুর এবং উভয় গ্রামের বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। দুজন মারা যাওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে গ্রাম দুটি পুরুষশূন্য হয়ে পড়ে। জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকী দোষীদের গ্রেফতারে পুলিশকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে জানান। পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, ফরিদুল হত্যার ঘটনায় হত্যা মামলা হয়েছে। রিপন হত্যা ও ভাঙচুর-লুটপাটের ঘটনায়ও মামলা হবে। দোষীদের ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। ইতিমধ্যে সাতজনকে আটক করা হয়েছে।

 

সর্বশেষ খবর