শনিবার, ১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

রাজশাহীতের র‌্যাবের ধাওয়ায় পুকুরে ঝাঁপ মাদক ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর তানোরে র‌্যাব সদস্যদের ধাওয়ায় পুকুরে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার নাম মো. সায়েম (৩০)। তিনি জেলার পবা উপজেলার আফিনে পালপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে। সায়েম পানিতে ডুবে মারা গেলেও তার সহযোগী আরেক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। তার নাম সেলিম রেজা (২৬)। পবার বুজুরিপাড়া গ্রামে সেলিমের বাড়ি। তার বাবার নাম আতাহার আলী। সেলিমের কাছ থেকে ৮ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল ও দুই হাজার ২১০ টাকা  জব্দ করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। র‌্যাব সূত্রে জানা গেছে, গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে তানোরের চান্দুড়িয়া ইউনিয়নের রাতৈল সুড়িপুকুর নামক এলাকার সড়কে অবস্থান নেয় র‌্যাব-৫ এর একটি দল। পরে ওই দুই মাদক ব্যবসায়ী মোটরসাইকেলে চড়ে ওই পথে এলে র‌্যাব তাদের গতিরোধ করে। এ সময় মোটরসাইকেল থেকে নেমেই দৌড় দেন সায়েম। র‌্যাব সদস্যরা তখন তাকে ধাওয়া করেন। এ সময় সায়েম এলাকার একটি পুকুরে ঝাঁপ দেন। সেখানে পানিতে ডুবে তার মৃত্যু হয়। এর আগেই র‌্যাব সদস্যরা মোটরসাইকেলের চালক সেলিমকে আটক করেন। আর ঘটনাস্থল থেকে জব্দ করা হয় ৮ কেজি গাঁজা। এ ছাড়া সেলিমের মোটরসাইকেল এবং নগদ টাকাও জব্দ করা হয়।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানিয়েছেন, সায়েমের লাশ উদ্ধার করে র‌্যাব সদস্যরাই নিয়ে গেছেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর