সোমবার, ৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

অস্কারের সদস্যপদ পাচ্ছেন বাংলাদেশি নাফীস

প্রতিদিন ডেস্ক

অস্কারের সদস্যপদ পাচ্ছেন বাংলাদেশি নাফীস

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের সবচেয়ে সম্মানজনক চলচ্চিত্র আসর ‘অ্যাকাডেমি পুরস্কার’-এর (অস্কার) সদস্য হতে যাচ্ছেন নাফীস বিন জাফর। গত ২৮ জুন দ্য অ্যাকাডেমি অব মোশন আর্ট ও সায়েন্সেস ১৭টি ক্যাটাগরিতে ৫৭ দেশের ৭৭৪ জনকে তাদের সদস্য বা ক্লাস গ্রহণ করার আমন্ত্রণ জানিয়েছে। এরমধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি এ অ্যানিমেটরের নাম। এখন আমন্ত্রণটি গ্রহণ করলেই বিশ্বের এ প্রভাবশালী চলচ্চিত্র পুরস্কার পরিবারের সদস্য হবেন তিনি। নাফীস বিন জাফর প্রথম অস্কারজয়ী বাংলাদেশি। হলিউড সুপারহিট ছবি ‘পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান : অ্যাট ওয়ার্ল্ডস অ্যান্ড-এ ফ্লুইড’ ডাইনামিংয়ে অসাধারণ কাজের জন্য ২০০৭ সালে তিনি প্রথম অস্কার পান। এ তরুণতুর্কি এই অ্যানিমেটর ২০১৫ সালেও অস্কার জেতেন। ছবিটি ছিল ‘হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন-টু’। অস্কারের নতুন ক্লাসের তালিকায় নাফীসের পরিচিতিতে এটি ছাড়াও ‘কুং ফু পান্ডা-৩’ ছবির কথা উল্লেখ করা হয়েছে।

এদিকে, অ্যাকাডেমি গত ২৮ জুন অভিনেতা, পরিচালক, লেখক, সিনেমাটোগ্রাফার, ডিজাইনার, ডকুমেন্টারি, নির্বাহী, ছবি সম্পাদক, ভিজ্যুয়েল ইফেক্ট, মিউজিশিয়ান, প্রযোজকসহ ১৭টি ক্যাটাগরিতে ৭৭৪ জনকে সদস্য হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। নাফীস ভিজ্যুয়েল শাখায় আছেন। আর এবারই অস্কার অর্গানাইজেশন রেকর্ডসংখ্যক সদস্যকে আমন্ত্রণ জানাল। গত বছর এর সংখ্যা ছিল ৬৮৩।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর