মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা
রংপুর মেয়রের ওপর হামলা

সিটি করপোরেশনের কার্যক্রম বন্ধ, আসামি সাদ্দাম রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর ওপর হামলার প্রতিবাদে অচল হয়ে পড়েছে রংপুর সিটি করপোরেশন (রসিক)। হামলার প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীরা গতকাল দিনভর কর্মবিরতি পালন, প্রতিবাদ সভা, মৌনমিছিল ও সমাবেশ করেছেন। এ সময় তারা হামলার নেপথ্যের খলনায়কদের গ্রেফতারের দাবি জানান।

এদিকে বিকালে মহানগরের জাহাজ কোম্পানি মোড়ে সিটি করপোরেশন কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত সমাবেশে মেয়র ঝন্টু বলেন, ‘আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। এর পেছনে ইন্ধনদাতা রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেই ইন্ধনদাতাকে গ্রেফতার করা না হলে রংপুর মহানগর অচল করে দেওয়া হবে। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত সিটি করপোরেশনের দাফতরিক কার্যক্রম বন্ধ থাকবে। শুধু নগর পরিচ্ছন্নতার কাজ চলবে এবং সড়কবাতি জ্বলবে।’ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিটি করপোরেশনে আওয়ামী কাউন্সিলর পরিষদের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতা, সেকেন্দার আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, নির্বাহী প্রকৌশলী আজম আলী, কর কর্মকর্তা আসাদুজ্জামান নিক্সন, লাইসেন্স কর্মকর্তা রাফিউর রহমান রাফি, সম্পত্তি কর্মকর্তা তুহিন বকশী প্রমুখ। অন্যদিকে এ হামলার ঘটনায় গ্রেফতার সন্ত্রাসী সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, সকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম তারিক হাসানের আদালতে আসামি সাদ্দাম হোসেনকে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। বিকালে শুনানি শেষে বিচারক পাঁচ দিন মঞ্জুর করেন। উল্লেখ্য, রবিবার সন্ধ্যার আগে নিজ বাড়ির পাশে একটি আসবাবপত্রের দোকানে বসে গল্প করার সময় সন্ত্রাসী হামলার শিকার হন মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু। এ সময় স্থানীয়রা হামলাকারী সাদ্দামকে (২৭) আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় মেয়রের একান্ত সচিব রাশেদুল ইসলাম সাদ্দাম হোসেনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যাচেষ্টা মামলা করেন। পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সাদ্দামকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এ ছাড়া কী কারণে হামলা চালানো হয়েছে এবং এর পেছনে কারা ইন্ধনদাতা তার সন্ধান করা হচ্ছে।

সর্বশেষ খবর