মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বাল্যবিয়েতে রাজি না হওয়ায় কিশোরীকে কোপালেন মা

প্রতিদিন ডেস্ক

টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিয়েতে রাজি না হওয়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে কুপিয়ে আহত করেছেন তার মা। বিডিনিউজ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু নাসার উদ্দিন গত বৃহস্পতিবার এলেঙ্গা পৌরসভার মহেশপুর এলাকায় বিথী আক্তারের বিয়ে বন্ধ করার পর ওই রাতেই মায়ের আক্রমণের শিকার হন তিনি। কালিহাতী  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিক জানান, ঘাটাইল উপজেলার খায়েরপাড়া গ্রামের এক বাস চালকের সঙ্গে এলেঙ্গা জিতেন্দ্রবালা গার্লস স্কুলের নবম শ্রেণির ছাত্রী বিথীর বিয়ে ঠিক হয়েছিল। বৃহস্পতিবার বিথীদের বাড়িতে বিয়ের সব প্রস্তুতি নেওয়ার পর ইউএনও গিয়ে তা বন্ধ করে দেন। প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না বলে তার বাবা বিল্লাল হোসেনের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। ‘কিন্তু উপজেলা নির্বাহী অফিসার চলে যাওয়ার পর বিথীর মা ওই রাতেই তাকে বিয়ে দিতে চাইলে সে প্রতিবাদ করে। এতে তার মা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর ও হাতে দা দিয়ে কোপ দেয়।’ এ ঘটনা জানাজানির পর রবিবার রাতে বিথীদের বাড়িতে গিয়ে তার লেখাপড়ার সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সর্বশেষ খবর