মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা
গাছে বেঁধে নির্যাতন

এক মাস ভুগে মারা গেল ৭ম শ্রেণির ছাত্র সৈকত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গাছে বেঁধে মাথা থেঁতলে পৈশাচিক নির্যাতনের শিকার বরিশালের উজিরপুর উপজেলার নাথারকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সৈকত হাওলাদার অবশেষে মারা গেছে। এক মাস যন্ত্রণায় ভুগে রবিবার সন্ধ্যায় ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উজিরপুরের হারতা ইউনিয়নের নাথারকান্দি গ্রামে দেড় হাজার টাকা চুরির অভিযোগ তুলে সৈকতের ওপর পৈশাচিকতা চালিয়েছিল একই গ্রামের শাহজাহান গোমস্তার দুই ছেলে সোহাগ, মহসিনসহ তাদের সঙ্গীরা। সৈকতের চাচা টিটু হাওলাদার জানিয়েছেন, ‘মাসখানেক আগে দেড় হাজার টাকা চুরির অভিযোগ তুলে সোহাগ, মহসিনসহ এদের সঙ্গীরা সৈকতকে ধরে গাছের সঙ্গে বেঁধে মাথা থেঁতলে চরম নির্যাতন চালায়। এতে সৈকত গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মাথায় একটি অপারেশনও করা হয়। এরপর কিছুটা সুস্থ মনে হলেও বাড়ি ফিরে কয়েক দিনের মধ্যেই সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। পরে আরও অসুস্থ হয়ে পড়ে। ফলে আবার হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সৈকত চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।’ সৈকত হতদরিদ্র কৃষক নজরুল হাওলাদারের ছেলে। এদিকে এ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্কুলের সহপাঠীসহ এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সবাই এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ব্যাপারে উজিরপুর মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, শিশুটিকে নির্যাতনের খবর প্রথমে তিনি পত্রিকার মাধ্যমে জেনেছেন। শিশুটি মারা যাওয়ায় লিখিত অভিযোগের ভিত্তিতে এখন আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর