বুধবার, ৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সিয়ামকে ৫০ লাখ টাকা জরিমানা দিতে হাই কোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

পল্লী বিদ্যুতের ঝুলন্ত তারে জড়িয়ে দুই হাত হারানো শরীয়তপুরের সিয়াম খানকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে ওই টাকা পরিশোধ করতে বলা হয়েছে। এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে গতকাল বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব শফিক। পল্লী বিদ্যুতায়ন  বোর্ডের পক্ষে ছিলেন আইনজীবী শেখ মোহাম্মদ জাকির  হোসেন। ওই ঘটনা নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে ৯ মে হাই কোর্টে রিট করেন আইনজীবী সিফাত মাহমুদ। শুনানি নিয়ে আদালত রুল জারিসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেয়। আদালতের আদেশে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তাদের তলবও করা হয়েছিল। তারা হাজির হয়ে এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান। পরে আদালত সেই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। সেই প্রতিবেদন উপস্থাপনের পর গতকাল রায় দেয়। জানা যায়, শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী গ্রামের দরিদ্র জাহাজশ্রমিক ফারুক খানের ছেলে সিয়াম খান নড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণিতে পড়াশোনার পাশাপাশি টিউশনি করত। ৫ এপ্রিল ঝড়ে গ্রামে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। সন্ধ্যায় স্থানীয় নাগরিক মজিবুর রহমান পল্লী বিদ্যুৎ সমিতির জেলা কার্যালয়ে ফোন করে বিষয়টি অবহিত করলে তাকে জানানো হয়, পরদিন সকালে ওই সঞ্চালন লাইন  মেরামত করা হবে। কিন্তু সঞ্চালন লাইন মেরামত না করেই পরদিন দুপুরে লাইনটি চালু করে পল্লী বিদ্যুৎ সমিতি। ওই সময় সিয়াম তারে জড়িয়ে বিদ্যুত্স্পৃষ্ট হলে বিকট শব্দ হয়। পরে হাসপাতালে নেওয়া হলে ১২ এপ্রিল কবজির ওপর থেকে সিয়ামের বাঁ হাত এবং ১৬ এপ্রিল একই জায়গা থেকে ডান হাত কেটে ফেলতে হয়। তদন্ত প্রতিবেদন বলা হয়, ৫ এপ্রিল পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত লাইনম্যান মো. মিজানুর রহমান অভিযোগ পাওয়ার পর তা লিপিবদ্ধ করেননি। ফলে অভিযোগটি এবং ঝড়ে তার ছিঁড়ে পড়ে থাকার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসেনি।

সর্বশেষ খবর