বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

পায়রায় বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগে আগ্রহী এনার্জি চায়না

উৎপাদন ক্ষমতা ১৩২০ মেগাওয়াট

রুহুল আমিন রাসেল

পটুয়াখালীতে পায়রা গভীর সমুদ্র বন্দর এলাকায় ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগে আগ্রহী এনার্জি ইঞ্জিনিয়ারিং করপোরেশন লিমিটেড—এনার্জি চায়না। সংস্থাটির সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল)। প্রতিষ্ঠান দুটির মধ্যে যৌথ বিনিয়োগে কোম্পানি গঠনে একটি সমঝোতা স্বাক্ষরে এরই মধ্যে অনুমোদনও দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

পাওয়ার সেলের তথ্যানুযায়ী, পায়রায় কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু হবে ২০১৯ সালে। বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে এটি নির্মিত হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক (পিডি) হেলাল উদ্দিন  বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘প্রাথমিক কাজ ২০ শতাংশ শেষ। বাকি কাজ নির্ধারিত সময়ে শেষ হবে।’ এপিএসসিএল ও এনার্জি চায়নার মধ্যে সমঝোতা স্বাক্ষর (এমওইউ) করতে গত ৮ জুন অনুমোদন দেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সচিব ড. আহমেদ কায়কাউস স্বাক্ষরিত সভার কার্যবিবরণীতে বলা হয়, এপিএসসিএলের অনুমোদনের পর খসড়া সমঝোতা প্রস্তাব সরকারের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। গত বছর ২ অক্টোবর আন্তমন্ত্রণালয় সভায় বিভিন্ন সংশোধনী সাপেক্ষে ওই সমঝোতা স্বাক্ষরের সিদ্ধান্ত হয়। এর আগে গত বছর ১৯ মার্চ প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে পায়রা সমুদ্রবন্দরের কাছাকাছি রাবনাবাদ নদীর তীরে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এবং চীনা পাওয়ার কোম্পানির মধ্যে এক স্মারক স্বাক্ষর হয়। বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) এতে ১২ হাজার ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে। পায়রার এ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে ৩৩৬ কোটি টাকা ব্যয়ে ৪৭ কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণ করা হচ্ছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া, ধানখালী এবং লোন্দা মৌজায় ৯১৮ দশমিক ১৪ একর জমিতে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে। জমি অধিগ্রহণ করছে জেলা প্রশাসন। এর মধ্যে ২৫ দশমিক ৭৯ একর বসতভিটা এবং বাকি ৮৯২ দশমিক ৩৫ একর মৌসুমি চাষযোগ্য নাল জমি। মন্ত্রণালয়ের সূত্রমতে, খুলনা, পটুয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলে সহজে কয়লা পরিবহনের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার আমদানি করা কয়লাভিত্তিক এ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর