বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

রাজধানীতে গ্যাসের আগুনে পরিবারের ৭ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গেণ্ডারিয়ার একটি টিনশেড বাসায় গ্যাসের পাইপ লাইনে লিকেজ থেকে বিস্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের সাতজন দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন— দুই ভাইবোন শুভ (৮) ও শরিফা (১৩), তাদের বাবা মো. শরিফুল ইসলাম (৪৫), মা সাহিদা বেগম (৩৫), খালা শাহনাজ বেগম (২৮), খালু আলী আকবর (৪০) ও নানী আলেয়া বেগম (৫০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।  বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, বিস্ফোরণে আলেয়ার ৩৩, সাহিদার ২৫, শরিফুল ইসলামের ৪৫, শরিফার ২, শুভর ৮, শাহনাজের ৩৫ এবং আকবরের শরীরে ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। গতকাল ভোরে ঢালকানগর ৫৭/বি নম্বর টিনশেড বাসায় এ বিস্ফোরণ ঘটে।

 স্থানীয়রা বলছেন, টিনশেড ওই বাড়ির ভিতর দিয়ে গ্যাস সরবরাহ লাইন ছিল। ভোরে দুই রুমের ওই বাসার সবাই ঘুমিয়ে ছিল। গ্যাসের পাইপ লাইন লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটলে তারা দগ্ধ হন। শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুুর রাজ্জাক জানান, ভোরে টিনশেড ওই বাড়ির দুটি ঘরে আগুন লাগে। এতে একই পরিবারের সাতজন দগ্ধ হন। ধারণা করা হচ্ছে, সরবরাহ লাইনের লিকেজ থেকে গ্যাস জমে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর