শুক্রবার, ৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

জাল নথিতে জামিন আত্মসমর্পণের নির্দেশ আসামিকে

নিজস্ব প্রতিবেদক

মামলার এজাহার ও জব্দ তালিকার নথি জাল করে জামিন নেওয়ার ঘটনায় অস্ত্র মামলার আসামি হুমায়ন কবির জনুর জামিন বাতিল করেছে হাই কোর্ট। একই সঙ্গে তাকে এক সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। একই মামলার আরেক আসামি হাই কোর্টে জামিন নিতে এলে গতকাল এই জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। এরপর বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এ জালিয়াতির ঘটনায় কারা জড়িত সে বিষয়ে মামলা করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে। গত বছরের ১৩ নভেম্বর জনসম্মুখে অস্ত্র ও গুলি কেনাবেচার অভিযোগে রাজধানীর মুগদা থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। ওইদিন চারজনকে সেই মামলায় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— ফেরদৌস, জনুু, শহর আলী ও মানিক। আসামি জনু এ মামলায় গত ২৭ ফেব্রুয়ারি নথি জাল করে হাই কোর্ট থেকে জামিন নেন। গতকাল ওই মামলার অন্য আসামি শহর আলী হাই কোর্টে জামিনের আবেদন করেন। তার আইনজীবী নাসিমা আক্তার শানু আদালতে বলেন, মামলার অন্য আসামি জনু হাই কোর্টে জামিন পেয়েছেন। সেই হিসেবে শহর আলীও জামিন পেতে পারেন। তখন জামিনের আবেদন পর্যালোচনা করে দেখা যায়, মূল এজাহার ও জব্দ তালিকার নথি জাল করে জামিনের আবেদন করেছিলেন জনু। পরে আদালত জনুর জামিন বাতিল করে আত্মসমর্পণের নির্দেশ দেয় এবং একই মামলার আসামি শহর আলীর জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে।

সর্বশেষ খবর