শুক্রবার, ৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা
প্রকৃতি

চট্টগ্রামে চিত্রা হরিণ পরিবারে নতুন অতিথি

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রামে চিত্রা হরিণ পরিবারে নতুন অতিথি

নয়নাভিরাম চট্টগ্রাম চিড়িয়াখানার ১টি খাঁচায় বসে আছে হরিণ ‘চিত্রা’। তার পাশেই হরিণ শাবক। কখনো ছোটাছুটি, কখনো হাঁটছে, কখনো নিদ্রা যাচ্ছে সে। পৃথিবীর আলো দেখার পরও পিছু ছাড়ছে না মায়ের। গতকাল সকাল ৭টা ১০ মিনিটে চিত্রা নামের হরিণটি ১টি শাবক প্রসব করে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ এর নাম রেখেছে ‘ইরা’। চিত্রার কোলে ইরার জন্মগ্রহণে আনন্দের কলতান বইছে চিড়িয়াখানাজুড়ে। ১৮০ দিন গর্ভধারণের পর চিত্রার কোলে আসে নতুন অতিথি। নতুন অতিথির আগমনে খাঁচার ভিতরের অন্য হরিণদের মাঝেও দেখা দিয়েছে আনন্দ। নতুন অতিথিসহ বর্তমানে চিড়িয়াখানায় ১২টি হরিণ আছে। চিড়িয়াখানা ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব মুহাম্মদ রুহুল আমিন বলেন, ‘চিড়িয়াখানাকে একটি দর্শনীয় বিনোদন কেন্দ্রে পরিণত করার কার্যকর পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি। এ ব্যাপারে জেলা প্রশাসক আমাদের সার্বিক নির্দেশনা দিয়েছেন। ইতিমধ্যে যুক্ত হয়েছে ২টি বাঘ। আছে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু সিংহ। কেনা হয়েছে দৃষ্টিনন্দন ৪টি ময়ূর।’ চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, ‘সাত বছর বয়সী চিত্রা ১টি শাবক প্রসব করেছে। ছয় মাস গর্ভধারণের পর চিত্রা গতকাল সকালে ১টি ফুটফুটে হরিণ শাবকের জন্ম দেয়। বর্তমানে হরিণী ও শাবকটি সুস্থ আছে।’ চিড়িয়াখানা সূত্রে জানা যায়, হরিণ প্রজাতিগুলোর মধ্যে চিত্রা সবচেয়ে দৃষ্টিনন্দন। চিত্রার অর্থ ফোঁটা বা ছোপযুক্ত। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের বনাঞ্চলগুলো চিত্রা হরিণের স্থায়ী আবাসস্থল। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে চিত্রা হরিণ ছাড়া হয়। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যেও এ প্রজাতির হরিণ ছাড়া হয়েছে। জানা যায়, এক বছরে চিড়িয়াখানায় প্রায় ২ কোটি টাকার উন্নয়নকাজ হয়। বাঘ-বাঘিনী, সিংহ, হরিণ, ময়ূর, কুমিরসহ বিলুপ্তপ্রায় ৪৭ প্রজাতির ৩০০ পশুপাখি আছে এ চিড়িয়াখানায়। এখানে সর্বশেষ যুক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে আনা ৩২ লাখ টাকা ব্যয়ে ২টি টাইগার। আগেই রংপুর থেকে আনা হয় সিংহী ‘নভ’। এ ছাড়া ১ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে আনা হয় ৪টি ময়ূর। যুক্ত হয়েছে ১০ প্রকারের ৪৭টি পশু। এর মধ্যে আছে উল্লুক ১টি, বানর ১৫টি, তিতির ৭টি, গন্ধগোকুল ২টি, মায়া হরিণ ৩টি, মেছোবিড়াল ২টি, গয়াল ১টি ও ঘোড়া ৭টি। জানা যায়, নগরের পাহাড়তলীর ফয়’স লেক এলাকায় ৬ একর ভূমির ওপর ১৯৮৯ সালে প্রতিষ্ঠা করা হয় চট্টগ্রাম চিড়িয়াখানা। চিড়িয়াখানা উদ্বোধনের পর টিকিটের মূল্য ছিল ১ টাকা। পরে তা বাড়িয়ে করা হয় ২ টাকা। পশু-পাখির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে টিকিটের মূল্য বাড়তে থাকে। এখন টিকিটের মূল্য ৩০ টাকা।

সর্বশেষ খবর