রবিবার, ৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

সাভার প্রতিনিধি

আশুলিয়ার নরসিংহপুরে মেডলার অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় গতরাতে আগুন লাগে। গত রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। আশুলিয়ার বাংলাদেশ রফতানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (বিইপিজেড) ফায়ার স্টেশন অফিসার আবদুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। এ ছাড়া সাভার, টঙ্গী ও কালিয়াকৈর এলাকা থেকে ফায়ার সার্ভিসের আরও ইউনিট যাচ্ছে।’ আগুন লাগার পরপরই ওই কারখানার ভেতর থেকে বের হতে গিয়ে ২০ শ্রমিক আহত হয়েছেন। কারখানাটিতে চার হাজার পাঁচশ শ্রমিক কাজ করেন। তবে রাতে কারখানাটিতে নির্ধারিত কর্মঘণ্টার পর কতজন শ্রমিক ওভারটাইম করছিল, তা জানা যায়নি। আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক সানা সামিনুর রহমান বলেন, ‘কারখানার আশপাশের অন্যান্য পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আব্দুল্লাহপুর বাইপাইল মহাসড়কের নরসিংহপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ফায়ার সার্ভিসের অন্যান্য ইউনিট যাতে দ্রুত পৌঁছাতে পারে সেজন্য ওই সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে ওই সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।’ আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, আগুন পুরো আটতলা ভবনে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন  নেভানোর চেষ্টা করছেন। ভবনে আগুন লাগার ২০-২৫ মিনিট আগে কারখানাটি ছুটি হয় বলে ওসি জানিয়েছেন। ভবনটিতে আগুন লাগার পর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছেন উত্তরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার শফিকুল ইসলাম। এ ঘটনায় জড়িত সন্দেহে বহিরাগত এক যুবককে আটক করা হয়েছে বলে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম জানিয়েছেন।

সর্বশেষ খবর