সোমবার, ১০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

শিল্পকলায় ৩ নাটক

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় ৩ নাটক

শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হয়েছে ‘জুবিলী হোটেল’, ‘নারীগণ’ ও ‘অমাবস্যা’ নামের তিনটি নাটক। গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকগুলো।

এর মধ্যে জুবিলী হোটেল নাটকটি মঞ্চে আনে নাটকের দল আরণ্যক, নারীগণ আনে নাটকের সংগঠন পালাকার। নাটকের দল নাট্যপুরাণ মঞ্চে আনে ‘অমাবস্যা’ নাটকটি। তিনটি নাটকের মঞ্চায়নেই দর্শকের উপচেপড়া ভিড় ছিল। প্রতিটি নাটকই উচ্ছ্বসিত প্রশংসা অর্জন করেছে। চারুকলায় দলগত প্রদর্শনী : ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ১৯৮৭-৮৮ বর্ষের শিক্ষার্থীদের বন্ধুত্বের ৩০ বছর উদযাপন উপলক্ষে অনুষদের জয়নুল গ্যালারিতে (১ এবং ২) শুরু হয়েছে দলগত শিল্পকর্ম প্রদর্শনী। ‘জাম্প স্টার্ট-৩০’ শীর্ষক এ প্রদর্শনীর আয়োজন করেছে চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থীদের সম্মিলিত গ্রুপ ‘চারুকলা-৮৭’। এই প্রদর্শনীতে ৪২ জন সহপাঠী শিল্পীর বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম স্থান পেয়েছে। গতকাল বিকালে এ প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী রফিকুন নবী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, গ্রাফিকস ডিজাইন বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ ইউনুস, বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক সৈয়দ আজিজুল হক এবং অংকন ও চিত্রায়ণ বিভাগের শিক্ষক অধ্যাপক শিশির ভট্টাচার্য্য। প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। ১৫ জুলাই শেষ হবে এ প্রদর্শনী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর