বুধবার, ১২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

রাজশাহী ও চট্টগ্রামে ছাত্রলীগের দুই গ্রুপে হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর চারঘাট উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে আয়োজিত মিছিলে হামলা চালিয়েছে নেতা-কর্মীরা। উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী ফিরোজ আহম্মেদ লনির নেতৃত্বে মিছিল বের করলে নতুন কমিটির সভাপতি আল মামুন তুষারের নেতৃত্বে একদল নেতা-কর্মী মিছিলে এ হামলা চালায়। হামলায় পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ বিক্ষোভকারী পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চারঘাট বাজারে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন বাজারের ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ছোটাছুটি শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৬ জুলাই আল মামুন তুষার সভাপতি এবং রায়হানুল হক রানাকে সাধারণ সম্পাদক করে কেন্দ্র থেকে চারঘাট উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। কিন্তু ওই কমিটির সভাপতিসহ বেশ কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে বিবাহিত, অছাত্র এবং বয়স নেই এমনকি ছাত্রলীগের সদস্য নন এমন শিক্ষার্থীদের নতুন কমিটিতে স্থান করে দেওয়ার অভিযোগ ওঠে। এ অভিযোগে পৌরসভাসহ ছয়টি ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে ১৩ নেতা-কর্মী সংবাদ সম্মেলনের মাধ্যমে এক সঙ্গে পদত্যাগের ঘোষণা দেন। এরই পরিপ্রেক্ষিতে বেলা ১১টার দিকে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী ফিরোজ আহম্মেদ লনির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চারঘাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে চারঘাট বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরের দিকে যাওয়ার পথে নতুন কমিটির সভাপতি আল মামুন তুষারের নেতৃত্বে একদল নেতা-কর্মী দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। এতে নিমপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফিরোজ, ইউসুফপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সুজন, ছাত্রলীগ কর্মী শাওন ও শিমুলসহ আরও এক কর্মী আহত হন। উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী ফিরোজ আহম্মেদ লনি বলেন, ‘আমরা ছাত্রলীগের কমিটির বিরুদ্ধে নয়। তবে কমিটিতে বিবাহিত, অছাত্র, বয়স নেই এমনকি ছাত্রলীগের সদস্য নয় এমন ছেলেদের নতুন কমিটিতে স্থান দেওয়ার বিরুদ্ধে। আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে নতুন কমিটির সভাপতি মামুনের নেতৃত্বে লোহার রড, লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে পাঁচজন নেতা-কর্মীকে আহত করা হয়েছে।’ তবে ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি আল মামুন তুষার বলেন, ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়ায় ছাত্রলীগের ক্ষুব্ধ নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল লক্ষ্য করে ধাওয়া করেছে। এতে কেউ পড়ে গিয়ে আহত হতে পারে। কাউকে মারপিট করা হয়নি।’ চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

চট্টগ্রামে ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতি : চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনায় একজন আহত হয়েছেন। এ সময় চকবাজার এলাকায় কয়েকটি বিকট শব্দও শোনা যায়। গতকাল দুপুরের দিকে এ ঘটনা ঘটে বলে জানান চকবাজার থানার ওসি নুরুল হুদা। তিনি বলেন, স্থানীয় ছাত্রলীগের ওবায়েদ গ্রুপ ও সম্রাট গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় স্থানীয় পথচারী, দোকান, গাড়িচালক ও কলেজের শিক্ষার্থীরা আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন। এতে একজন আহত হয়েছেন বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর