বুধবার, ১২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ঝালকাঠিতে বন্দুকযুদ্ধে যুবক নিহত

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক (৩৫) নিহত হয়েছেন। তার পরিচয় জানা যায়নি। পুলিশের দাবি— নিহত যুবক একজন ডাকাত। সোমবার দিবাগত রাত ৩টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি সদর উপজেলার বেড়পাশা গ্রামে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) ফারুক আলম, এসএসআই মেহেদী ও এসআই বাপ্পী আহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে রিভলবার, গুলি এবং চাইনিজ কুড়াল, চাপাতিসহ দেশি অস্ত্র। পুলিশ সুপার যোবায়েদুর রহমান জানান, রাত তিনটার দিকে অস্ত্রধারী একদল ডাকাত বেড়পাশা এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাত দল পিছু হটে। পুলিশ বেড়পাশা এলাকা থেকে অজ্ঞাত এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝালকাঠির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, নিহত ওই ডাকাতের এখনো পরিচয় পাওয়া যায়নি। খোঁজখবর নেওয়া হচ্ছে। নিহতের পরিচয় শনাক্ত হওয়ার পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর