বুধবার, ১২ জুলাই, ২০১৭ ০০:০০ টা
কৃষি সংবাদ

কচু চাষে রুবেল মীরের সাফল্য

অজয় দাস, ভাঙ্গা (ফরিদপুর)

কচু চাষে রুবেল মীরের সাফল্য

কচু চাষ করে চমক সৃষ্টি করেছেন ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের জাঙ্গালপাশা গ্রামের তরুণ কৃষক রুবেল মীর (২৮)। পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া জানা রুবেল মীর জাঙ্গালপাশা গ্রামের সোনামিয়া মীরের ছেলে। এলাকার সবাই তার কচু চাষের প্রশংসা করছেন। এ বছর মোট ৫২ শতাংশ জমিতে কচু চাষ করেছেন রুবেল। কচু বিক্রি করছেন সেই মে মাস থেকে। প্রতিদিন কচু বিক্রি করে পকেট ভরে টাকা আনছেন ঘরে। রুবেল মীর বলেন, পড়ালেখা তেমন করিনি। কৃষি কাজই ভরসা। তাই মনে করলাম ভালো করেই কাজটি করতে হবে। এ বছর ৫২ শতাংশ জমিতে সাড়ে ৪ হাজার কচুর চারা রোপণ করি। চারা লাগানোর দুই মাস পর থেকেই কচু গাছ থেকে লতি সংগ্রহ করি। প্রতিদিন ২৫-৩০ কেজি করে লতি বিক্রি করছি। দামও ভালো পাই। স্থানীয় শিমুল বাজারে প্রতি কেজি লতি ২০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত বিক্রি করেছি। লতি থেকেই আয় হয়েছে ৫০ হাজার টাকার ওপরে। ৪ ভাগের ৩ ভাগ কচু বিক্রি প্রায় শেষ। আমার কচু অনেক বড় হয়েছে। প্রতিটি কচু ৪০-৫০ টাকা করে বিক্রি করছি। প্রায় ২ লাখ টাকার কচু ও লতি বিক্রি করেছি। কচুই আমার জীবনের চাকা সচল করে দিয়েছে। জাঙ্গালাপাশা গ্রামের বাসিন্দা, ভাঙ্গা কে এম কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র সুমন মিয়া বলেন, রুবেলের কচুখেত দেখার মতো। রুবেলই আমাদের এলাকার সেরা কচু চাষি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর