বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

হাসনাত করিমের জামিন আবেদন ফের নাকচ

আদালত প্রতিবেদক

হাসনাত করিমের জামিন আবেদন ফের নাকচ

গুলশান হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আবুল হাসনাত রেজা করিমের জামিন আবেদন আবার নাকচ করেছে আদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। এর আগে আসামি হাসনাত করিমের    পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী আবদুল মান্নান খান। জামিন শুনানিতে মান্নান খান আদালতকে বলেন, এ মামলার এজাহারে হাসনাত রেজা করিমের নাম নেই। অন্য কোনো আসামি তাদের জবানবন্দিতে দরখাস্তকারী হাসনাত করিমের নাম উল্লেখ করেননি। এ ছাড়া মোবাইল কললিস্টে হাসনাতের সম্পৃক্ততার কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি একজন শান্তিপ্রিয় মানুষ। ঘটনার পরিস্থিতির শিকার মাত্র। হয়রানি করার জন্য কুচক্রী মহল তাকে এ মামলায় জড়িয়েছে। এ ছাড়া তিনি গুরুতর অসুস্থ। আসামি হাসনাত কিডনি সমস্যা, ডায়াবেটিস, হৃদরোগ ও উচ্চ রক্তচাপে ভুগছেন। তাই যে কোনো শর্তে তাকে জামিন দেওয়া হোক। অন্যদিকে জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষে পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার নাজিম উদ্দিন বলেন, এটি হলি আর্টিজানের মামলা। এ মামলায় তিনি জড়িত। মামলা তদন্তের পর্যায়ে রয়েছে। আসামিকে জামিন দিলে তদন্তে প্রভাব পড়তে পারে। এ ছাড়া পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আসামি হাসনাত রেজা করিমের জামিন আবেদন নাকচ করা হোক। উভয় পক্ষের বক্তব্য শেষে জামিন আবেদন নাকচ করে দেন বিচারক। এর আগে গ্রেফতারের পর ১৬ দিনের রিমান্ড শেষে গত বছরের ২৪ আগস্ট প্রথমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাসনাত করিমের জামিন আবেদন নাকচ হয়েছিল। পরে ৩০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আবেদন করলে সেখানেও নাকচ হয়ে যায়।

সর্বশেষ খবর