বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

ছাত্রলীগের বিবাহিত নেতাদের পদ ছাড়তে ৭২ ঘণ্টা সময়

নিজস্ব প্রতিবেদক

ছাত্রলীগের বিবাহিত নেতাদের পদ ছেড়ে দিতে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে বিবাহিত নেতারা পদত্যাগ না করলে অভিযুক্তদের বিরুদ্ধে তাত্ক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া এ সভা বিকাল পর্যন্ত চলে। কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের পরিচালনায় সভায় অধিকাংশ নেতাই বক্তব্য দেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিসহ পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে সভায় আলোচনা করা হয়। আলোচিত অন্য বিষয়গুলো হচ্ছে : শোকাবহ আগস্টের কার্যক্রম নির্ধারণ, সংগঠনের পদধারী বিবাহিত নেতাদের স্বেচ্ছায় পদত্যাগ, মাদকাসক্ত নেতা-কর্মীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও নিরক্ষরতা দূরীকরণ। সভায় ছাত্রলীগের যে কোনো ইউনিটে পদধারী বিবাহিত নেতা-কর্মীদের ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগের নির্দেশ দেন সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। সভার শুরুতেই ছাত্রলীগ সভাপতি আলোচনার জন্য বিষয়গুলো তুলে ধরলে সেগুলো নিয়ে আলোচনা শুরু করেন কেন্দ্রীয় নেতারা। এ ছাড়া বিভিন্ন সাংগঠনিক বিষয়, নানা সমস্যা ও সেগুলোর প্রতিকার নিয়ে আলোচনা করেন তারা। সাধারণ সভায় বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনার সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন নেতারা। এ ছাড়া জেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের ১৫ থেকে ২৫ জুলাই স্ব স্ব ইউনিটে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এ সময় তারা বিভিন্ন উপজেলা, কলেজ, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি পূর্ণাঙ্গ করার বিষয়ে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কাজ করবেন। পাশাপাশি মাদকাসক্ত নেতা-কর্মীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার বিষয়ে ছাত্রলীগকে যথাযথ ভূমিকা রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। বিজ্ঞান মেলা আয়োজন, জেলা-উপজেলা ও ইউনিয়ন নেতাদের একটি অ্যাপসের মাধ্যমে যোগাযোগ বাড়ানোর বিষয়েও কথা বলেন নেতারা। সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ছাত্রলীগ কারও পাহারার নয়। ছাত্রলীগ দেশরত্ন শেখ হাসিনার ভ্যানগার্ড। তিনি যে নির্দেশ দেবেন ছাত্রলীগ তা-ই পালন করবে।

সর্বশেষ খবর