শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে আবারও ছাত্রলীগের তাণ্ডব

নিজস্ব প্রতিবেদক, সিলেট

আবারও সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে তাণ্ডব চালিয়েছে ছাত্রলীগ। অভ্যন্তরীণ বিরোধের জের ধরে ছাত্রাবাসে এ হামলা ও ভাঙচুর চালানো হয়। উদ্ভূত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ছাত্রাবাস। গতকাল সকালে এ ঘটনা ঘটে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ছাত্র শিবিরকে বিতাড়িত করতে গিয়ে বছর পাঁচেক আগে এমসি কলেজের ঐতিহ্যবাহী ছাত্রাবাসে আগুন দিয়েছিল ছাত্রলীগ নেতা-কর্মীরা। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল ছাত্রাবাস। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে চোখে জল ঝরেছিল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের। শুধু শিক্ষামন্ত্রীই নয়, এমসি কলেজের প্রত্যেক শিক্ষার্থীর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল তখন। অভ্যন্তরীণ বিরোধ আর আধিপত্য বিস্তার নিয়ে এবার ছাত্রাবাসের তিনটি ব্লকের অন্তত ৫০টি কক্ষ ভাঙচুর করেছে ছাত্রলীগ। শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগ নেতা টিটু চৌধুরীর অনুসারীরাই এ হামলা ও ভাঙচুর চালিয়েছে। জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার রাতে ছাত্রলীগের হোসেইন গ্রুপ ও টিটু গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গতকাল সকালে উভয়পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগ নেতা টিটু চৌধুরীর অনুসারীরা ছাত্রাবাসে ভাঙচুর চালায়। এ ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য ছাত্রাবাস বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটিও গঠন করা হয়। অর্থনীতি বিভাগের অধ্যাপক আবদুল কুদ্দুসকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ। তিনি জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, ছাত্রাবাস ভাঙচুরের ঘটনায় নগরীর শাহপরান থানায় একটি জিডি করা হয়েছে। থানার পরিদর্শক আনোয়ার হোসেন জানান, কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর