শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা
গাজীপুরে বয়লার বিস্ফোরণ

তদন্ত কমিটির রিপোর্ট পেশ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর কাশিমপুরে বয়লার বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের গঠন করা তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছে। গতকাল দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, তদন্ত রিপোর্টে শুধু ঘটনার কারণ অনুসন্ধানই নয়, ভবিষ্যতে অনুরূপ ঘটনায় যাতে আর প্রাণহানি না ঘটে তার একটি রূপরেখাও দেওয়া হয়েছে। তদন্ত কমিটির দেওয়া রিপোর্টের ভিত্তিতে জেলা প্রশাসক বলেন, বয়লার বিস্ফোরণের কারণ হিসেবে রিপোর্টে উল্লেখ করা হয়েছে বয়লারের প্রেসার গেজ নষ্ট হয়ে যাওয়ায় ডেলিভারি লাইন বন্ধ ছিল, লিভারটিতে স্লট কাটা না থাকায় বয়লারের কম্পনে ডেড ওয়েট উচ্চচাপের দিকে সরে গিয়ে ওভার প্রেসার সিচুয়েশন তৈরি হয়েছিল। ফলে অপারেটর কর্তৃক প্রেসার রিলিজ করতে ব্যর্থ হওয়া ও মেইনটেন্যান্স কর্তৃপক্ষের বয়লার অপারেটরদের উপযুক্ত তদারকির অভাবে বয়লারটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পাঁচটি কারিগরি ও দুটি প্রশাসনিক ক্রুটি ছিল বলে তদন্ত কমিটি মনে করেছে। এ ছাড়াও তদন্ত প্রতিবেদনে কারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য ২০টি সুপারিশমালা পেশ করা হয়েছে। এতে বিদ্যমান বয়লার আইন ১৯২৩ সংশোধন করে শাস্তির মেয়াদ বৃদ্ধিসহ আইন যুগোপযোগী করার সুপারিশও করা হয়েছে। সুপারিশে উন্নত বয়লার নির্মাণসহ যথাযথ তদারকের কথা বলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর