শনিবার, ১৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

লালমনিরহাটে ৫৭ ধারায় সম্পাদকের বিরুদ্ধে মামলা

লালমনিরহাট প্রতিনিধি

৫৭ ধারা বাতিলের দাবিতে সারা দেশে সাংবাদিক সমাজ যখন আন্দোলন করছে ঠিক সেই মুহূর্তে লালমনিরহাটে স্থানীয় সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ওয়ালিউর রহমান রাজুর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের সেই ধারায় মামলা করেছেন এক মুক্তিযোদ্ধা নেতা। মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে অনিয়মের অভিযোগ তুলে বঞ্চিত মুক্তিযোদ্ধারা ওই মুক্তিযোদ্ধা নেতার বিরুদ্ধে মানববন্ধন, সংবাদ সম্মেলনসহ বিভিন্ন আন্দোলন করলে সাংবাদিক ওয়ালিউর রহমান রাজু তার গণমাধ্যম ও ফেসবুকে সংবাদটি প্রচার করেন। এরই পরিপ্রেক্ষিতে সোমবার লালমনিরহাট সদর থানায় ৫৭ ধারায় মামলা দায়ের করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদ। মামলাসূত্রে জানা যায়, প্রচারিত সংবাদে মেজবাহ উদ্দিন আহমেদকে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল ফারুকের সহচর ও যুদ্ধের ময়দান থেকে পলায়নকারী কাপুরুষ হিসেবে আখ্যা দেওয়ায় তিনি মামলাটি করেছেন।

এদিকে গণমাধ্যমের স্বাধীনতা খর্বকারী ৫৭ ধারায় স্থানীয় সাপ্তাহিক বাংলার সংবাদ পত্রিকার সম্পাদক ওয়ালিউর রহমান রাজুর বিরুদ্ধে এমন একটি ভিত্তিহীন মামলা দায়ের করায় জেলার সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক ওয়ালিউর রহমান রাজু বলেন, ‘মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই নিয়ে মুক্তিযোদ্ধাদের দুটি অংশ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে। আমি তাদের লিখিত বক্তব্য অবগত হয়ে খবর পরিবেশন করেছি এবং ফেসবুকে পোস্ট দিয়েছি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর