শনিবার, ১৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

পেয়ারা খাওয়া নিয়ে ছাত্রলীগ নেত্রীদের মারামারি, আহত ৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের ডা. বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে নয়জন আহত হয়েছে। গাছের পেয়ারা পাড়া নিয়ে বিরোধের জের ধরে গতকাল বেলা ১২টার দিকে ক্যাম্পাসের অদূরে বনমালী ছাত্রীনিবাস চত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় আহতরা হলো পদবিহীন ছাত্রলীগ নেত্রী মুনিরা আক্তার মনি, শারমিন আক্তার, মারিয়া হোসেন, কান্তা ইসলাম, ইসরাত জাহান, ঝুমুর, ফাতেমা, জান্নাত ও মিষ্টি। এদের মধ্যে শারমিন আক্তার, মারিয়া হোসেন ও ইসরাত জাহানকে শেরে বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রী নিবাসের কাকলী-২ ভবনের সামনে একটি শেড নির্মাণের জন্য সেখানে থাকা পেয়ারা গাছটি কেটে ফেলার প্রস্তুতি নিচ্ছিল ঠিকাদার মো. জুয়েল। ঠিকাদার জুয়েল ছাত্রী নিবাসের ছাত্রলীগ নেত্রী মুনিরাকে পেয়ারা খাওয়ার প্রস্তাব দেয়। মুনিরা তার কয়েক সহযোগীদের নিয়ে সেখানে গিয়ে গাছ থেকে পেয়ারা পাড়েন। এ সময় ছাত্রী নিবাসের প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ নেত্রী হেনাসহ তার অনুসারীরা পেয়ারা পাড়তে বাধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে উত্তপ্ত বাদানুবাদ হয়। একপর্যায়ে হেনা ও তার অনুসারীরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে নয়জন আহত হয়। পরে খবর পেয়ে কলেজের উপাধ্যক্ষ স্বপন কুমার পাল, ছাত্রী নিবাসের তত্ত্বাবধায়ক এসএম নাসিরউদ্দিনসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ছাত্রলীগ নেত্রী দাবিদার মুনিরা আক্তার জানান, পেয়ারা পাড়ায় ছাত্রী নিবাসের অবৈধ বাসিন্দা হেনা ও তার অনুসারী ঝুমুর, ফাতেমা, জান্নাত ও মিষ্টিসহ কয়েকজন লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তিনি (মুনিরা), শারমিন, মারিয়া, কান্তা ও ইসরাতসহ নয়জন আহত হন। এদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রলীগ নেত্রী দাবিদার হেনা আক্তার বলেন, তিনি পরীক্ষা দিয়ে ছাত্রী নিবাসে গিয়ে দেখেন মুনিরা তার অনুসারীদের ২ নম্বর ভবনের সামনের গাছ থেকে পেয়ারা পাড়ছে। এ সময় তাদের নিষেধ করা হলে, জুনিয়র হয়েও তারা দুর্ব্যবহার করে। এ কারণে ওই ভবনের ছাত্রীরা একজোট হয়ে মুনিরাসহ তার সহযোগীদের লাকড়ি দিয়ে পিটিয়েছে। ছাত্রী নিবাসের তত্ত্বাবধায়ক এসএম নাসিরউদ্দিন জানান, পেয়ারা পাড়া নিয়ে দুই নেত্রী ও তাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। হেনা ছাত্রী নিবাসের অবৈধ বাসিন্দা নয় বলে তিনি জানান। কলেজের উপাধ্যক্ষ স্বপন কুমার পাল বলেন, সংঘর্ষের ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর