রবিবার, ১৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

রাজধানীতে এবার মশারি মিছিল

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে এবার মশারি মিছিল

মশার উপদ্রব কমছে না রাজধানীতে। ছড়িয়ে পড়ছে চিকুনগুনিয়া। অতিষ্ঠ নগরবাসী। গতকাল অভিনব মশারি মিছিল বের করে একটি সংগঠন —বাংলাদেশ প্রতিদিন

চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধের দাবিতে রাজধানীতে মশারি মিছিল কর্মসূচি পালন করেছে প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি)।

গতকাল ঢাকা মহানগর দক্ষিণ পিএনপি আয়োজিত এ মশারি মিছিলটি কাকরাইল থেকে শুরু করে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। সংগঠনের চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন ও মহাসচিব আহমেদুর রহমান এতে নেতৃত্বে দেন। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ পিএনপির আহ্বায়ক জহির উদ্দিন। সভা পরিচালনা করেন মিজানুর রহমান। সরকারকে চিকুনগুনিয়া রোগের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়ে ফিরোজ মোহাম্মদ লিটন ঢাকার দুই সিটি মেয়রকে উদ্দেশ করে বলেন, নির্বাচনের আগে জনগণকে যে আশা-প্রত্যাশা দেখিয়েছেন, তা বাস্তবায়নে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ড্রেন, নালা-নর্দমাসহ বিভিন্ন জলাবদ্ধতা অতি দ্রুত সময়ে নিরসন করে একটি আদর্শ ঢাকা গড়ে তোলার ব্যবস্থা করুন।

সর্বশেষ খবর