সোমবার, ১৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা
হলি আর্টিজানে হামলা

প্রতিবেদন জমার দিন পেছাল

আদালত প্রতিবেদক

রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২৭ আগস্ট দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম নূরনাহার ইয়াসমিন এ দিন ধার্য করেন। এ বিষয়ে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. ফরিদ মিয়া সাংবাদিকদের জানান, গতকাল এ মামলার ধার্য তারিখে তদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি। তাই বিচারক নতুন করে ২৭ আগস্ট দিন ধার্য করেছেন। মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম বিভাগ। মামলা সূত্রে জানা গেছে, গত বছর ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা  চালায় জঙ্গিরা। এ হামলায় দেশি-বিদেশি ২০ নাগরিক নিহত হন। জঙ্গিদের হামলায় নিহত হন পুলিশের দুজন কর্মকর্তা। পরদিন সকালে সেনা নেতৃত্বে অভিযানের মধ্য দিয়ে জঙ্গিদের ১২ ঘণ্টার জিম্মি সংকটের অবসান হয়। ওই অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হয়। এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর