সোমবার, ১৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ঝিকরগাছা আওয়ামী লীগ নেতার বাড়িতে বোমা হামলা, গুলি

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলামের ঝিকরগাছা শহরের বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীরা বাড়িটি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণও করে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গতকাল বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য যশোর-বেনাপোল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আতঙ্কে ব্যবসায়ীরা বাজারের দোকানপাট বন্ধ করে দেন। পরে র‌্যাব ও পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দেড়টার দিকে যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছায় সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলামের বাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীরা পরপর আটটি বোমা ছুড়ে মারে। পরে ৫ রাউন্ড গুলিবর্ষণও করে তারা। বোমা ও গুলির শব্দে ঝিকরগাছা বাসস্ট্যান্ড এলাকা কেঁপে ওঠে। আতঙ্কে লোকজন ছোটাছুটি করতে শুরু করে। মুহূর্তেই ফাঁকা হয়ে যায় গোটা এলাকা। আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম বলেন, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। বাড়ির লোকজনের কাছে শুনেছেন, দলীয় প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার বাড়ি ঘিরে রেখে বোমা হামলা ও গুলিবর্ষণ করেছে।

 ঝিকরগাছা থানার ওসি আবু সালেহ মাসুদ করিম বলেন, মনিরুল ইসলামের বাড়িতে হামলার ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে এ ব্যাপারে মনিরুল ইসলাম বিকাল পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেননি। দলীয় প্রতিপক্ষরা এ হামলার ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর