সোমবার, ১৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা
ছাত্রী উত্ত্যক্তের জের

বিএম কলেজে ছাত্রলীগের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজে এক ছাত্রীকে উত্ত্যক্তের জেরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় শিক্ষার্থী গোপালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয়বর্ষের আবাসিক শিক্ষার্থী অলির বান্ধবীকে উত্ত্যক্ত করে সমাজকল্যাণ বিভাগের আবাসিক শিক্ষার্থী পলাশ। এর প্রতিবাদ করেন অলি। এ নিয়ে উভয়ের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের সহপাঠীরা দুই ছাত্রাবাস থেকে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পাঁচ ছাত্র আহত হন। গুরুতর আহত অর্থনীতি বিভাগের ছাত্র গোপালকে শেরেবাংলা  মেডিকেলে ভর্তি করা হয়েছে।  পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর স.ম ইমানুল হাকিম জানান, এ ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অলি ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক ডিগ্রি হোস্টেলের এবং পলাশ কবি জীবনানন্দ দাশ হলের আবাসিক বাসিন্দা এবং ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর