সোমবার, ১৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

জীবিতকে মৃত দেখিয়ে পুলিশ প্রতিবেদন, হজ যাত্রা অনিশ্চিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জীবিত ব্যক্তিকে ‘ইন্তেকাল করিয়াছেন’ মর্মে পুলিশ প্রতিবেদন দেওয়ায় এক ব্যক্তির হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। ওই ব্যক্তি হলেন উপজেলার দক্ষিণ ইউনিয়নের বড় কুড়িপাইকা গ্রামের আবদুস সাত্তার ভূঁইয়ার পুত্র মো. আজাদ হোসেন ভূঁইয়া। তিনি এ বছর হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। তার পাসপোর্ট নম্বর BN01180221. পুলিশের এ প্রতিবেদনের বিরুদ্ধে উচ্চ আদালতে ১১ জুলাই একটি রিট পিটিশন করেছেন আজাদ হোসেন ভূইয়া। আজাদ হোসেন ভূঁইয়া জানান, হজে যাওয়ার জন্য তিনি বেসরকারিভাবে নিবন্ধন করেন। পরে ধর্ম মন্ত্রণালয়ের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পর পিআইডি নম্বর দেওয়া হয়। পিআইডি নম্বর 0080272.  কিন্তু আখাউড়া থানা পুলিশ তাকে মৃত দেখিয়ে প্রতিবেদন দেওয়ায় তার হজ গমনে জটিলতার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, একদিন থানা থেকে এসআই আবুল কালাম আজাদ ফোন করে আমাকে পুলিশ প্রতিবেদন নেওয়ার জন্য থানায় যেতে বলেন। কিন্তু আমি ব্যবসায়িক কাজে ঢাকায় ব্যস্ত থাকায় যেতে পারিনি। পরে ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত পুলিশ প্রতিবেদনে জানতে পারি আমাকে মৃত দেখিয়েছে পুলিশ। পুলিশকে ‘সন্তুষ্ট’ না করায় ইচ্ছাকৃতভাবে তার সম্পর্কে এ প্রতিবেদন দিয়েছে বলে তার ধারণা। হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ায় তিনি খুবই ব্যথিত। আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন তরফদার বলেন, ভুলে তাকে মৃত দেখানো হয়েছিল। এটি সংশোধন করে পুনরায় প্রতিবেদন পাঠানো হয়েছে। এ ছাড়া আজাদ হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর