মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ দুই সন্ত্রাসী নিহত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. বাবু ওরফে গুড্ডু বাবু (৩০) ও আল-মাহমুদ (২৪) নামের দুজন নিহত হয়েছেন। নিহতরা যুবলীগ কর্মী সাইদুর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। গতকাল ভোররাতে খুলনার রেলওয়ে প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এদিকে পুলিশের সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধের ঘটনায় খুলনা সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় (মন্নুজান স্কুল) সংলগ্ন এলাকায় ইয়াসিন আহমেদ নামের আরেকজন পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতোলে ভর্তি করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার মনিরা সুলতানা জানান, বন্দুকযুদ্ধে নিহত গুড্ডু বাবু ও আল মাহমুদ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আসামি গুড্ডু বাবুকে গ্রেফতারের পর পুলিশ তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে রেলওয়ে প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় যায়। সেখানে বাবুর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে গুড্ডু বাবু ও তার সহযোগী আল মাহমুদ গুলিবিদ্ধ হয়। আহতদের নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পাইপগান, তিন রাউন্ড গুলি ও চারটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এদিকে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক জানান, নূরনগর মন্নুজান স্কুল সংলগ্ন এলাকায় অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। পুলিশের পাল্টা গুলিতে ইয়াসিন আহমেদ পায়ে গুলিবিদ্ধ হয়। তার বিরুদ্ধে হত্যা ও অপহরণসহ ৬টি মামলা রয়েছে।

সর্বশেষ খবর