শিরোনাম
মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ফৌজি চটকল জুট মিলস পুনঃগ্রহণ করল বস্ত্র ও পাট মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর ফৌজি চটকল জুট মিলস লি. হস্তান্তরের শর্ত ভঙ্গ করায় পুনঃগ্রহণ (টেক ব্যাক) করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। মিলটি বর্তমানে রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) নিয়ন্ত্রণে থাকবে।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনা কল্যাণ সংস্থার ফৌজি চটকল জুট মিলস লি-এর ১০০ ভাগ সম্পদ ও দায়দেনা মোহাম্মদ হুমায়ন কবীর মোল্লার কাছে বিক্রি করা হয়। বিক্রির শর্ত অনুযায়ী, শেয়ার মূলধনের অপরিশোধিত অবশিষ্ট ৪৯ লাখ টাকার প্রথম কিস্তি বাবদ ১০ লাখ টাকা নির্ধারিত ব্যাংকে ৬.৮.১৯৯৫ তারিখে এবং অবশিষ্ট ৩৯ লাখ টাকা ৬.৮.১৯৯৫ তারিখ হতে পরবর্তী তিন বছরের মধ্যে ৩ কিস্তিতে পরিশোধের কথা বলা হয়। কিন্তু মিলের নতুন ক্রেতা ১৯৯৬ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত অসংখ্যবার তাগিদ দেওয়ার পরও শেয়ার মূলধনের অবশিষ্ট টাকা পরিশোধ করেনি। এ ছাড়াও দীর্ঘ সময় ধরে মিল বন্ধ রেখে উৎপাদন বৃদ্ধি না করে চুক্তিপত্রের শর্ত ভঙ্গ করেছে। এ প্রেক্ষাপটে জনস্বার্থে চুক্তি বাতিল করে ফৌজি চটকল জুট মিলস লি., ঘোড়াশাল, পলাশ, নরসিংদী কারখানাটিসহ ওই কোম্পানির যাবতীয় শেয়ার, স্থাবর-অস্থাবর সম্পত্তি ও স্বত্ব সরকার গত ১৩ জুলাই পুনঃগ্রহণ করেছে। এ নিয়ে এখন পর্যন্ত বস্ত্র ও পাটকলসহ ৭টি মিল পুনঃগ্রহণ (টেক ব্যাক) করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

সর্বশেষ খবর